ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাইফা মেডিক্যাল মার্ডারের শিকার ॥ ন্যায়বিচার দাবি বাবার

প্রকাশিত: ০৬:৪২, ৯ জানুয়ারি ২০১৯

রাইফা মেডিক্যাল মার্ডারের শিকার ॥ ন্যায়বিচার দাবি বাবার

স্টাফ রির্পোটার, চট্টগ্রাম অফিস ॥ ভুল চিকিৎসায় শিশু রাফিদা খান রাইফার মৃত্যুকে মেডিক্যাল মার্ডার অভিহিত করে ন্যায়বিচার চেয়েছেন তার বাবা সাংবাদিক রুবেল খান। মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসে তদন্ত কমিটির কাছে বক্তব্য উপস্থাপন শেষে তিনি এ দাবি করেন। হাইকোর্টের নির্দেশে গঠিত ৪ সদস্যের এ তদন্ত কমিটি এদিন মামলার বাদী ছাড়াও ম্যাক্স হাসপাতালের অভিযুক্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। সাংবাদিক রুবেল খান বলেন, আমার মেয়ে মেডিক্যাল মার্ডারের শিকার। আমি মেয়ে হত্যার ন্যায়বিচার চাই। দায়ী চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মামলা প্রত্যাহারের জন্য নানাভাবে হুমকি দেয়া হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি তদন্ত কমিটিকে জানিয়েছি। এছাড়া তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। হাইকোর্টের নির্দেশে গঠিত ৪ সদস্যের এ তদন্ত কমিটির আহ্বায়ক স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল্লাহিল আজম ও সদস্য সচিব চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী । কমিটিতে বিএমডিসি ও স্বাস্থ্য অধিদফতরের দুই প্রতিনিধি রয়েছেন। তদন্ত কমিটির আহ্বায়ক জানান, অভিযোগকারী এবং অভিযুক্ত সকলের সঙ্গে কথা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হবে। তদন্ত শেষে শীঘ্রই প্রতিবেদন দেয়া হবে।
×