ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে লরিচাপায় অটোরিক্সার দুই যাত্রী নিহত

প্রকাশিত: ০৬:৪২, ৯ জানুয়ারি ২০১৯

চট্টগ্রামে লরিচাপায় অটোরিক্সার দুই যাত্রী নিহত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর ইপিজেড মোড় এলাকায় লরিচাপায় দুই অটোরিক্সা যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত ২ জনের মধ্যে ১ জনের পরিচয় জানা গেছে। তার নাম রাজু মিয়া (৪০)। বাড়ি বরগুনা জেলায়। ভোরে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরে উল্টে যায়। এতে চাপা পড়ে সিএনজিচালিত অটোরিক্সা। দুর্ঘটনায় গুরুতর আহত হন অটোরিক্সার দুই যাত্রী। ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত এসে আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কুড়িগ্রামে পরীক্ষার্থী স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, উলিপুরে সড়ক দুর্ঘটনায় সাফি নামের এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার যাদুপোদ্দার নামক এলাকায়। জানা গেছে, পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের সাফি (১৭) বাড়ি থেকে মোটরসাইকেলে চৌমুহনি বাজারে যাওয়ার পথে যাদুপোদ্দার ব্রিজের কাছে একটি শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সাফি উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে। চাঁপাইনবাবগঞ্জে দুই আরোহী স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ থেকে জানান, সদর উপজেলার পৌর এলাকার কল্যাণপুরে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান পলাশ (৩২) গোমস্তাপুর উপজেলার কয়লা দিয়াড় গ্রামের জালাল উদ্দিনের ছেলে এবং মশিউর রহমান পপেল (৩২) কলেজপাড়া এলাকার সালাউদ্দিনের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার এসআই জানান, চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কের কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের সামনে একইমুখী ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ ও পপেল দুজনই মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে জেলা শহরে আসছিলেন। পেছন থেকে ট্রাকের ধাক্কায় পড়ে ট্রাকের চাকা তাদের চাপা দিলে ঘটনাস্থলে দুজনই নিহত হয়। মুন্সীগঞ্জে দিনমজুর স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, শ্রীনগরে বাস চাপায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগরের কেয়টচিরা বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। জানা যায়, ঢাকাগামী ডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে চালিয়ে এসে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত এক ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অজ্ঞাত ওই ব্যক্তি নিহত হয়। শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ আরিফুজ্জামান শেখ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। ধারণা করা হচ্ছে লোকটি এই এলাকায় দিনমজুরের কাজ করতে এসেছিলেন। নেত্রকোনায় নারী নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের শান্তিপুর এলাকায় মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত নারী (২২) নিহত হয়েছেন। দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান জানান, সকালে স্থানীয়রা পাকা রাস্তার ওপর এক নারীর ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দাউদকান্দিতে চালকসহ দুই নিজস্ব সংবাদদাতা দাউদকান্দি থেকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে ফল বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জলাশয়ে পড়ে গেলে ঘটনাস্থলে চালক (অজ্ঞাত) ও জসিম (৩০) নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৫টায় উপজেলার পুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয় ৩ জন। নিহত জসিম (৩০) তিতাস উপজেলার কেশবপুর গ্রামের রেনু মিয়ার ছেলে।
×