ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিশালে উপজেলা নির্বাচনের আগাম হাওয়া

প্রকাশিত: ০৬:৩৯, ৯ জানুয়ারি ২০১৯

বরিশালে উপজেলা নির্বাচনের আগাম হাওয়া

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বরিশাল জেলার দশ উপজেলার সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তৃণমূল পর্যায়ে নানা আলোচনার ঝড় উঠেছে। ইতোমধ্যে আওয়ামী লীগের অনেক প্রার্থী কৌশলে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে জানান দিচ্ছে। বসে নেই বিএনপির প্রার্থীরা। একাধিক প্রার্থীরা বলেন, তারা প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করলেও কেন্দ্র থেকে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। আর ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীরা তাকিয়ে আছেন আওয়ামী লীগের জেলা সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির দিকে। সূত্রমতে, নির্বাচন কমিশন থেকে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমদিকে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং মার্চ মাসে ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তফসিল ঘোষণার আগেই বরিশালের দশ উপজেলায় বর্তমান ও সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একাধিক মনোনয়ন প্রত্যাশীর নাম উঠে এসেছে। কে হচ্ছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী তা নিয়ে প্রতি উপজেলার চায়ের দোকান থেকে শুরু করে মাঠে-ময়দানে সর্বত্রই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সদর উপজেলা, বাকেরগঞ্জ, মেহেন্দীগঞ্জ, হিজলা, মুলাদী, বাবুগঞ্জ, বানারীপাড়া, উজিরপুর ও আগৈলঝাড়া উপজেলায়ও বর্তমান ও নতুন সম্ভাব্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান পদের একাধিক প্রার্থী কৌশলে মাঠ গোছাতে ও দলের সিনিয়র নেতৃবৃন্দের সান্নিধ্য পেতে যে যার মতো করে লবিং করে এগিয়ে যাচ্ছেন।
×