ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে ছাত্রকে নির্যাতন ॥ থানা ঘেরাও করে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৩৯, ৯ জানুয়ারি ২০১৯

গফরগাঁওয়ে ছাত্রকে নির্যাতন ॥ থানা ঘেরাও করে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ৮ জানুয়ারি ॥ ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা আওয়ামী লীগ নেতা ও বারবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের কলেজ পড়ুয়া ছেলে ইপেলকে পুলিশ নির্যাতন করে আটকের প্রতিবাদে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা সদরে ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। এ সময় ট্রেন চলাচলেও বাধা দেয়া হয়। জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে থানা থেকে ২০ গজ দূরে ইসলামিয়া সরকারী হাইস্কুলের গেটের সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করছিলেন এসআই রুবেলের নেতৃত্বে একদল থানা পুলিশ। এ সময় কলেজছাত্র সারোয়ার জাহান ইপেল ও তার বন্ধু ইয়াহিয়ার মোটরসাইকেল গতিরোধ করে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চায় থানা পুলিশ। এ নিয়ে এক পর্যায়ে ইপেল ও তার বন্ধু ইয়াহিয়ার সঙ্গে এসআই রুবেলের ধস্তাধস্তি এবং হাতাহাতির ঘটনা ঘটে। এসআই রুবেল ও সঙ্গীয় পুলিশ সদস্যরা ইপেল ও ইয়াহিয়াকে পিটিয়ে আটক করে থানায় নিয়ে আসে। থানায় আনার পর ৫/৬ জন পুলিশ আবারও বেধড়ক পেটায় ইপেল ও ইয়াহিয়াকে। খবরটি ছড়িয়ে পড়লে কয়েকশত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী দুপুর সাড়ে ১২টার দিকে থানা ঘেরাও করে। স্থানীয় এলাকাবাসী, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা কলেজ ছাত্রের ওপর পুলিশী নির্যাতনের প্রতিবাদে উপজেলা সদরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। উপজেলা সদরের সঙ্গে উপজেলার অন্যান্য অঞ্চলের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।
×