ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারীরা আন্দেলনে

প্রকাশিত: ০৬:৩৯, ৯ জানুয়ারি ২০১৯

রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারীরা আন্দেলনে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চাকরি স্থায়ী করার দাবিতে টানা আন্দোলন শুরু করেছেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অস্থায়ী কর্মচারীরা। গত কয়েক দিনের ধারাবাহিকতায় মঙ্গলবার সকালেও শিক্ষা বোর্ডের সামনের সড়কে তারা মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধন কর্মসূচীতে শিক্ষা বোর্ডের দৈনিক হাজিরাভিত্তিক অস্থায়ী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মুকুল শেখ ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীনসহ ৬২ জন অস্থায়ী কর্মচারী অংশ নেন। এ সময় তারা চাকরী স্থায়ী না করা পর্যন্ত কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। কর্মসূচী শেষে হাজিরাভিত্তিক কর্মচারীরা তাদের দাবি-দাওয়া নিয়ে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদের সঙ্গে কথা বলেন। এর আগে গত রবিবার একই দাবিতে রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা। বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতির পদত্যাগ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পরিবহন শ্রমিকদের বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন। মঙ্গলবার দুপুরে বাস মালিক গ্রুপের সহসভাপতি মোঃ ইউনুস আলী খানের কাছে তিনি দায়িত্বভার বুঝিয়ে দিয়ে সভাপতির পদ থেকে অব্যাহতি নিয়েছেন। পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। এর আগে আফতাবের পদত্যাগের দাবিতে পরিবহন শ্রমিকদের চলমান বিক্ষোভ শ্রমিক ইউনিয়নের ব্যানারে মঙ্গলবার বেলা ১১টায় নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে অনুষ্ঠিত হয়। এ সময় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক ফরিদউদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন। শ্রমিক বিক্ষোভ চলার মধ্যেই বাস মালিক গ্রুপের সভাপতি স্বেচ্ছায় পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।
×