ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে বন্দুকযুদ্ধে দুই ইয়াবা কারবারি নিহত

প্রকাশিত: ০৬:৩৮, ৯ জানুয়ারি ২০১৯

কক্সবাজারে বন্দুকযুদ্ধে দুই ইয়াবা কারবারি নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ইয়াবা কারবারি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা, অস্ত্র উদ্ধার ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। মঙ্গলবার ভোরে টেকনাফের দমদমিয়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত সাব্বির হোসেন (২৫) বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বরবাড়িয়া গ্রামের ইব্রাহীম শেখের পুত্র ও হাফিজুর রহমান (৩৫) ঢাকার সাভার উপজেলার নগরকুন্ডা গ্রামের আব্দুল মতিনের পুত্র বলে নিশ্চিত হওয়া গেছে। র‌্যাব জানায়, ওই কাভার্ড ভ্যানটি (জব্দকৃত) ভোরে টেকনাফ থেকে কক্সবাজারের দিকে যাবার সময় র‌্যাব ভ্যানকে সিগন্যাল দেয়। না থামিয়ে কাভার্ড ভ্যান থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশী রিভলবার, একটি ওয়ান শুটারগান, ১১ রাউন্ড গুলি ও ৪০ হাজার ইয়াবাসহ দুই জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। রূপগঞ্জে মাটি কাটা বন্ধ করে দিল প্রশাসন নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৮ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতালুক এলাকার বিলে ভেকু দিয়ে অবৈধ ভাবে কৃষকদের জমির পাশাপাশি সরকারী জমি থেকে মাটি কাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে সফিকুল ইসলাম সরেজমিনে গিয়ে মাটি কাটা বন্ধ করে দেন। ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম জানান, চারিতালুক বিলের কৃষকদের জমির পাশাপাশি সরকারী জমির মাটি কেটে নিচ্ছিল স্থানীয় প্রভাবশালী টিটু ও মজিবরসহ একটি চক্র। মাটি কাটার ফলে আশপাশের কৃষি জমিগুলো ভেঙ্গে পড়তে শুরু করেছে। দুপুরে স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষকরা ইউএনওকে মাটি কাটার সংবাদ দেন। পরে ইউএনও আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের নেতৃত্বে প্রশাসন চারিতালুক বিলে অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতরা দৌড়ে পালিয়ে যায়। পরে ৪টি ভেকু, ৩টি ইছারমাথা, ৩টি সেলু মেশিন বিকল করে দেয়া হয়।
×