ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ

প্রকাশিত: ০৬:৩৮, ৯ জানুয়ারি ২০১৯

মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ

স্টাফ রিপোর্টার,মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজারের দক্ষিণ পাশে ঘণ্টাব্যাপী এ ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষ টেঁটা, বল্লম, রামদা, চাপাতি ও হকিস্টিক নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় পুলিশের ওপর আক্রমণের কারণে মামুন আহম্মেদকে আটক করেছে পুলিশ। জানা যায়, দীর্ঘদিন যাবত মামুন আহম্মেদ গ্রুপ ও বাবু দেওয়ান গ্রুপ তালতলা বাজার এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে শত্রুতা বিরাজ করছে। এর আগেও গত বছর কয়েক দফা দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। হতাহতের ঘটনা ও একাধিক মামলা রয়েছে। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দেড় ঘণ্টাব্যাপী দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সিরাজদিখান থানার ওসি ও ওসি তদন্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাবু দেওয়ান উপজেলা যুবলীগের সদস্য ও মামুন আহম্মেদ ইউনিয়ন যুবলীগ নেতা। এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি (প্রশাসন) মোঃ ফরিদ উদ্দিন জানান, পুলিশের ওপর আক্রমণ করায় মামুন আহম্মেদকে আটক করা হয়েছে। সে সিরাজদিখান থানার ওয়ারেন্টভুক্ত আসামি। পুলিশ ওয়ারেন্ট তামিল করে আসামিকে ধরতে ঘটনাস্থলে গেলে মামুন ও তার দলবল পুলিশের ওপর আক্রমণ করে। তার বিরুদ্ধে পুলিশ এ্যাসল্ট মামলা প্রক্রিয়াধীন রয়েছে। কুষ্টিয়ায় দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৮ জানুয়ারি ॥ কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় নির্মাণাধীন ইটের দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো লিজা (৩) ও মরিয়ম (৩)। সোমবার সন্ধ্যায় কুষ্টিয়ার সদর উপজেলার গংগাবর কান্দি গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। লিজা ওই এলাকার ইমারুল হকের মেয়ে এবং মরিয়ম একই এলাকার মৃত মশিউর রহমানের মেয়ে। পুলিশ জানায়, লিজা ও মরিয়ম সন্ধ্যায় প্রতিবেশী ফজলুর রহমানের নির্মাণাধীন বাড়ির পাশের বড়ই গাছের নিচে খেলছিল। ওই সময় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশু দুটির গায়ের ওপর পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
×