ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোরে হাসপাতালে মুরগির খামার!

প্রকাশিত: ০৬:৩৭, ৯ জানুয়ারি ২০১৯

যশোরে হাসপাতালে মুরগির খামার!

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শহরের অসীম ডায়াগনস্টিক সেন্টার ও সেন্ট্রাল হাসপাতালে অভিযান চালিয়ে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অসীম ডায়াগনস্টি সেন্টারে মেয়াদোত্তীর্ণ রক্ত এবং সেন্ট্রাল হাসপাতালের উপরতলায় মুরগির খামার দেখে হতবাক হন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। ভ্রাম্যমাণ আদালতের পেশকার জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, মঙ্গলবার দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনের অসীম ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় সেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া এই প্রতিষ্ঠানটি মেয়াদোত্তীর্ণ রক্ত সংরক্ষণ করায় মামলা দিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ঘোপ সেন্ট্রাল রোডের সেন্ট্রাল হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় হাসপাতালের তৃতীয় তলায় মুরগির খামার দেখতে পান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাসপাতালের ম্যানেজার মুরগির খামার বন্ধ করে দেয়ার প্রতিশ্রুতি দেন। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ম্যানেজারের বিরুদ্ধে মামলা দিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
×