ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তোষামোদি বন্ধের অনুরোধ জানিয়ে এমপির প্রচারপত্র বিলি

প্রকাশিত: ০৬:৩৬, ৯ জানুয়ারি ২০১৯

তোষামোদি বন্ধের অনুরোধ জানিয়ে এমপির প্রচারপত্র বিলি

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ৮ জানুয়ারি ॥ অতিউৎসাহী লোকজনের তোষামোদি বন্ধের অনুরোধ জানিয়েছেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন। এজন্য তিনি একটি প্রচারপত্র (লিফলেট) ছেড়েছেন। যাতে তিনি আটটি বিষয় উল্লেখ করেছেন। প্রচারপত্রটি বিভিন্ন লোকের হাতে দেখা গেছে। তবে এ ধরনের অভিনব প্রচারপত্র আগের কোন এমপিকে ছাড়তে দেখা যায়নি। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) আলোচনায় এসেছেন তিনি। প্রচারপত্রের প্রথমে তিনি শেখ হাসিনার নৌকা প্রতীককে বিজয়ী করে তাঁকে সংসদ সদস্য নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি অভিনন্দন জানিয়েছেন। পরের অংশে তিনি উল্লেখ করেন নির্বাচনী এলাকার কোন স্থানে সংবর্ধনা দেয়ার সময় ক্রয়কৃত ফুলের তোড়া, ক্রেস্ট, স্বর্ণ বা রূপার তৈরি নৌকা বা কোটপিন, স্তুতি বাক্যে ভরা মানপত্র প্রদান করা যাবে না। তার কাছে পূরণ করার মতো কোন দাবি থাকলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেবল লিখিতভাবে জানালেই চলবে। রাজনৈতিক সংগঠন বাদে বেসরকারী সংগঠন বা স্থানীয় সরকারের কোন প্রতিষ্ঠান জনগণের টাকা খরচ করে স্বাগত জানানোর জন্য তোরণ নির্মাণ করতে পারবে না। তাকে স্বাগত জানানোর জন্য শিক্ষার্থীদের লাইন করে দাঁড় করিয়ে রাখলে তিনি সেই অনুষ্ঠান বয়কট করবেন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দিয়ে কোন দাবি উত্থাপন না করিয়ে সরাসরি কর্তৃপক্ষের মাধ্যমে তা জানানোর অনুরোধ করেছেন। সরকারী কর্মকর্তা-কর্মচারী ছাড়া সাধারণ মানুষ তাকে যেন স্যার বলে সম্বোধন না করেন। এই বিষয়ে এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন বলেন, জনগণের রায় নিয়ে এমপি হয়েছি। তাই তাদের সেবা করতে চাই। মানুষ যদি এমপিদের কাছে সহজে না আসতে পারে তাহলে তাদের সমস্যাগুলো জানা সম্ভব হবে না।
×