ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মৃত্যুদণ্ড প্রাপ্তদের ডেথ রেফারেন্স ও আপীল শুনানিতে একটি বেঞ্চের অপারগতা

প্রকাশিত: ০৬:০৯, ৯ জানুয়ারি ২০১৯

মৃত্যুদণ্ড প্রাপ্তদের ডেথ রেফারেন্স ও আপীল শুনানিতে একটি বেঞ্চের অপারগতা

স্টাফ রিপোর্টার ॥ বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের করা মামলায় মৃত্যুদ- পাওয়া আসামিদের ডেথ রেফারেন্স ও আপীল শুনানিতে অপারগতা প্রকাশ করেছে হাইকোর্টের একটি বেঞ্চ। মঙ্গলবার বিচারপতি মোঃ কামরুল হোসেন মোল্লা এবং বিচারপতি ভবানী প্রসাদ সিংহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ অপারগতা প্রকাশ করেন। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী এ্যাটর্নি জেনারেল নির্মল কুমার দাস। তিনি বলেন, ‘এর আগে ১০ ট্রাক অস্ত্র মামলাটি বিচারিক আদালতে চলাকালে হাইকোর্টের বিচারপতি ভবানী প্রসাদ সিংহ সেখানে বিচারক হিসেবে কয়েকদিন দায়িত্ব পালন করেছিলেন। এর ফলে হাইকোর্টের বিচারপতি হওয়ার পর প্রধান বিচারপতি তাকে এ মামলার শুনানির দায়িত্ব দিলে তিনি মামলাটি শুনতে অপারগতা প্রকাশ করেন। সহকারী এ্যাটর্নি জেনারেল জানান, নিয়ম অনুসারে মামলাটির নথি এখন প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। এরপর প্রধান বিচারপতি এ মামলার শুনানির জন্য হাইকোর্টের নতুন বেঞ্চ গঠন করে দেবেন।
×