ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পর্যটন শিল্পের বিকাশে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে ॥ মাহবুব আলী

প্রকাশিত: ০৬:০৮, ৯ জানুয়ারি ২০১৯

পর্যটন শিল্পের বিকাশে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে ॥ মাহবুব আলী

স্টাফ রিপোর্টার ॥ নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, বিমান ও বিমানবন্দর একটি দেশের ড্রয়িং রুম ও গেটওয়ে। তাই এ দুটোকে দৃষ্টিনন্দন ও পরিপাটি করে তুলতে এবং বাংলাদেশের অপার সম্ভাবনাময় পর্যটন শিল্পের বিকাশে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রায় এক কোটি প্রবাসী জাতীয় পতাকাবাহী বিমানে যাতায়াত করতে চায়, বিমান কর্তৃপক্ষকে তাদের স্বাচ্ছন্দ্যে আসা-যাওয়ার ব্যবস্থা করতে হবে এবং বিদেশমুখী পর্যটকদের দেশমুখী করতে অগ্রাধিকারের ভিত্তিতে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তিনি মঙ্গলাবার দুপুরে সচিবালয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় ও অধীন সংস্থাসমূহের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন মন্ত্রণালয়ের বিদায়ী মন্ত্রী একেএম শাহজাহান কামাল। স্বাগত বক্তব্য রাখেন বিমান ও পর্যটন সচিব মহিবুল হক। এ মন্ত্রণালয়ের প্রতিটি দফতর যেমন সিভিল এ্যাভিয়েশনকে ক্যাটাগরি-১ করে নিউইয়র্ক ফ্লাইট চালু করা, বিমানের সিডিউল ঠিক রাখা ও পর্যটনকে বেগবান করার মতো চ্যালেঞ্জিং কাজ কিভাবে আপনি মোকাবেলা করবেন দৈনিক জনকণ্ঠের এমন প্রশ্নের জবাবে মাহবুব আলী বলেন, এগুলো চ্যালেঞ্জিং হলেও করতে হবে। আমার ওপর আস্থা রাখতে পারেন। আপনাদের নিয়েই আমি এই ইস্যুগুলো বাস্তবায়ন করার জন্য খুব শীঘ্রই কর্মকৌশল গ্রহণ করব।
×