ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘ও আমার চেয়ে ভাল পারবে’

প্রকাশিত: ০৬:০৭, ৯ জানুয়ারি ২০১৯

‘ও আমার চেয়ে ভাল পারবে’

বিশেষ প্রতিনিধি ॥ নতুন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমানকে নেতৃত্ব দেয়ার বিষয়ে একই মন্ত্রণালয়ের বিদায়ী মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘ও আমার চেয়ে ভাল পারবে’। মঙ্গলবার সচিবালয়ে মায়ার বিদায় ও এনামুরের সংবর্ধনা অনুষ্ঠান হয়। সেখানে বিদায়ী মন্ত্রী একথা বলেন। ২০১৩ সালে সাভারে রানা প্লাজা ভবন ধসে আহতদের চিকিৎসা করে রাতারাতি পরিচিতি পান এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক এনামুর। মায়া বলেন, প্রধানমন্ত্রী আজকে যাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন তিনি একজন বিজ্ঞ ও আমার প্রিয় ছোট ভাই এনামুর। আমি বিশ্বাস করি ও আমার চেয়ে ভাল পারবে। এর কারণ যার মন ভাল, পরিষ্কার, কাজ করার ইচ্ছা ও সাহস থাকে তার পক্ষে যে কোন কিছু মোকাবেলা করা সম্ভব। আর যদি শাহ কামালের মতো সচিব পাশে থাকে। নতুন প্রতিমন্ত্রীর উদ্দেশে মায়া বলেন, তুমি তো অনেক বিজ্ঞ মানুষ। রানা প্লাজা দিয়ে প্রমাণ করেছ বাংলাদেশে একটি মানুষ আছে, তার নাম ডাঃ এনাম। যোগ্য লোককে নেত্রী যোগ্য জায়গায় বসিয়েছেন, এজন্য আমি প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তুমি এই মন্ত্রণালয়ের মুখ আরও উজ্জ্বল করতে পারবে সেই বিশ্বাস আমার রয়েছে। তিনি বলেন, চ্যালেঞ্জকে আলিঙ্গন করার মন্ত্রণালয় এই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আমরা এতদিনে একটি সুন্দর ও শৃঙ্খল মন্ত্রণালয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে পেরেছি। এর কৃতিত্বের দাবিদার মন্ত্রণালয়ের সচিব থেকে পিয়ন পর্যন্ত। একটা স্লোগান ছিল আমাদের ও প্রধানমন্ত্রীর- একটা মানুষকেও না খেয়ে মরতে দেব না। নির্দ্বিধায় বলে দিতে পারি, গত পাঁচ বছরে এই মন্ত্রণালয়ের গাফিলতির কারণে একটা লোকও না খেয়ে মারা যায়নি। এই স্লোগানকে আমরা অর্থবহ করতে পেরেছিলাম। এনামুর রহমানের উদ্দেশে মায়া বলেন, এই মন্ত্রণালয়ের যে কষ্টিপাথর কর্মকর্তারা রয়েছেন তারা যাতে অন্যায়ভাবে কোন কষ্ট না পায় সেই দিকে লক্ষ্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। নতুন প্রতিমন্ত্রীকে সহযোগিতা করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বানও জানান মায়া।
×