ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঐক্যফ্রন্ট আন্দোলনে যাচ্ছে না

প্রকাশিত: ০৬:০৬, ৯ জানুয়ারি ২০১৯

ঐক্যফ্রন্ট আন্দোলনে যাচ্ছে না

স্টাফ রিপোর্টার ॥ আপাতত আন্দোলন কর্মসূচী দিচ্ছে না জাতীয় ঐক্যফ্রন্ট। তবে জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম তুলে ধরতে জাতীয় সংলাপ করাসহ তিনটি সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। মঙ্গলবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের সভাপতিত্বে তার বেইলি রোডের বাসায় জোটের স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুসারে জোটের প্রার্থীরা নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবে এবং নির্বাচনকালে বিভিন্ন অনিয়মের ঘটনায় যে সমস্ত এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকা পরিদর্শনে যাবেন জোটের সিনিয়র নেতারা। মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় ড. কামাল হোসেনের বাসায় বৈঠক শুরু হয়। প্রায় একঘণ্টাব্যাপী বৈঠক শেষে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচী পালনের কথা জানান। উল্লেখ্য, রবিবার মতিঝিলে ড. কামাল হোসেনের অফিসে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে জোটের সিনিয়র নেতা জেএসডি সভাপতি আসম আবদুর রব ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু সাংবাদিকদের জানিয়েছিলেন মঙ্গলবারের বৈঠকের পর আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হবে। মঙ্গলবার দুপুরেও বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব বলেছিলেন বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে আন্দোলন কর্মসূচী ঠিক করা হবে। কিন্তু জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি সদুত্তোর দিতে পারেননি। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সারাদেশে নির্বাচনের সময় যেসব অনিয়ম-কারচুপি হয়েছে তা তুলে ধরতে জাতীয় সংলাপ করা হবে। এ ছাড়া নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা এবং নির্বাচনের সময় যে সমস্ত এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকায় আমরা পরিদর্শনে যাব। এরই অংশ হিসেবে আগামী এক সপ্তাহের মধ্যে সিলেটের বালাগঞ্জে যাব আমরা। নির্বাচন কমিশন (ইসি) জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ইসি ভোটারদের সঙ্গে প্রতারণা করে প্রহসনের নির্বাচন করেছে। যেই নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে, কেন্দ্র দখল হয়েছে, আগেই ব্যালট পেপারে সিল মারা হয়েছে।
×