ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাগরিক শোকসভায় মেয়র সাঈদ খোকন

সৈয়দ আশরাফ ছিলেন দূরদর্শী, প্রজ্ঞাবান ও বিজ্ঞ রাজনীতিবিদ

প্রকাশিত: ০৬:০১, ৯ জানুয়ারি ২০১৯

সৈয়দ আশরাফ ছিলেন দূরদর্শী, প্রজ্ঞাবান ও বিজ্ঞ রাজনীতিবিদ

স্টাফ রিপোর্টার ॥ সদ্য শপথ নেয়া এমপি ও মন্ত্রিপরিষদের সদস্যগণ সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত সৈয়দ আশরাফের মতো দেশপ্রেমিক, ত্যাগী, আদর্শবান ও সততার অন্যতম উদাহরণে পরিণত হতে পারলেই চলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। মঙ্গলবার রাজধানীর গুলিস্তানে নগর ভবনে মেয়র হানিফ স্মৃতি মিলনায়তনে সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে সংস্থাটির নিজস্ব উদ্যোগে আয়োজিত এক নাগরিক শোকসভায় মেয়র এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে মেয়র বলেন, তিনি অত্যন্ত দূরদর্শী, প্রজ্ঞাবান ও বিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন। জননেতা সৈয়দ আশরাফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন, বিশ্বাসী ও অনুগত নেতা ছিলেন। তার মতো নেতা রাজনৈতিক জীবনে হাতেগোনা কয়েকজন পাওয়া যায়। মেয়র বলেন, সৈয়দ আশরাফ দলমত নির্বিশেষে সবার কাছেই ছিলেন অত্যন্ত প্রিয় মানুষ। সততা, নম্রতা, সরলতা ও রাজনৈতিক প্রজ্ঞা তাকে সর্বজন শ্রদ্ধেয় করে তুলেছিল। এমন চিত্র রাজনীতির অঙ্গনে বিরল। তিনি বলেন, তার মতো যদি রাজনীতি করেন তাহলে সদ্য যেসব মন্ত্রী ও এমপিরা শপথ নিলেন তারাও সৈয়দ আশরাফের মতোই মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবেন। সাঈদ খোকন বলেন, আওয়ামী লীগের অত্যন্ত খারাপ সময় ওয়ান ইলেভেনে শেখ হাসিনা যখন জেলে ছিলেন তখন তিনি যেসব বক্তব্য রাখেন তার সকল কথাই অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়। আওয়ামী লীগের মতো এত বড় একটি দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও সৈয়দ আশরাফের মাঝে কোন অহঙ্কার ছিল না। রাজনৈতিক কোন নেতাকর্মী কখনও বলতে পারবেন না যে, সৈয়দ আশরাফ তাদের সঙ্গে কখনও শাসিয়ে বা ধমক দিয়ে কথা বলেছেন। তিনি সব সময়ই ছিলেন অতি মার্জিত ও বিনয়ী।
×