ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জঙ্গীবিরোধী অভিযান জোরদার

প্রকাশিত: ০৪:৪২, ৯ জানুয়ারি ২০১৯

জঙ্গীবিরোধী অভিযান জোরদার

শংকর কুমার দে ॥ সারা দেশে জিরো টলারেন্স নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জঙ্গী বিরোধী অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছে নতুন সরকার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ে নাশকতা, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির ছক কষেছিল জঙ্গী সংগঠনগুলো। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে নির্বাচনের সময়ে জঙ্গী সংগঠনগুলোর জঙ্গী তৎপরতার পরিকল্পনা ভেস্তে গেছে। দেশে আবার যাতে জঙ্গী গোষ্ঠীগুলো মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য পলাতক জঙ্গীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, গত দুই দিনে দেশের বিভিন্নস্থানে জঙ্গী বিরোধী অভিযান চালানোর পর রংপুরে উত্তরাঞ্চলের জেএমবির প্রধান সমন্বয়কসহ ৪ জঙ্গী ও বরিশালের বরগুনায় ২ জঙ্গীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতারকৃত জঙ্গীদের জিজ্ঞাসাবাদ করে পলাতক জঙ্গীদের সংগঠিত হওয়ার তথ্য পেয়েছে পুলিশ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ে জঙ্গী সংগঠনগুলো দেশের বিভিন্নস্থানে নাশকতা, নৈরাজ্য ছক কষেছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে তৎপরতা চালাতে পারেনি জঙ্গী সংগঠনগুলো-এমন তথ্য দিয়েছে গ্রেফতারকৃত জঙ্গীরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (পুরনো জেএমবি), নব্য জেএমবি ও আনসার আল ইসলামের জঙ্গীদের নতুনভাবে সংগঠিত হওয়ার নমুনা পেয়েছে গোয়েন্দারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নাশকতার পরিকল্পনা করে গোপনে নতুন সদস্য সংগ্রহ, তহবিল সংগ্রহ, প্রচারণা ও টার্গেট নির্ধারণের কাজ করছে জঙ্গীরা। এই ধরনের তথ্য পাওয়ার পর নতুন করে সংগঠিত জঙ্গীদের বিষয়ে নতুন করে সতর্ক নজরদারি শুরু করেছে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী ও গোয়েন্দা সংস্থাগুলো। র‌্যাব সূত্রে জানা গেছে, সারা দেশে জঙ্গী বিরোধী অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত দুই দিনে রংপুর ও বরিশালে জঙ্গী বিরোধী অভিযান পরিচালনায় ৬ জঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রংপুরের তারাগঞ্জ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির উত্তরবঙ্গের প্রধান সমন্বয়ক আব্দুর রহমান বিশ্বাস ওরফে ফুয়াদ ওরফে নিয়াজসহ (২২) চারজনকে আটক করেছে র‌্যাব। আটক অপর তিন জেএমবি সদস্য হলেন- দিনাজপুরের বিরামপুর থানার ডোমা বাঘা গ্রামের আকবর আলীর ছেলে আঁখিনুর ইসলাম (২৩), রংপুরের তারাগঞ্জ থানার ডাংগাপাড়া চৌধুরী পাড়া গ্রামের মৃত ঈমান উদ্দিনের ছেলে লোকমান আলী ওরফে কোরবান (৫৫) এবং একই উপজেলার ম-লপাড়া গ্রামের মৃত মতিয়ার ম-লের ছেলে মিজানুর রহমান (৩৮)। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি বিদেশী রিভলবার, ২টি ম্যাগাজিন, ৩ রাউন্ড তাজা গুলি এবং বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করেছে র‌্যাব। এ ছাড়াও র‌্যাব-৮ এর অভিযানে বরিশালের বরগুনা জেলার সদর থানাধীন এলাকা থেকে জেএমবির দুই সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো বরগুনার সদর থানাধীন পূর্ব গর্জন বুনিয়া এলাকার মৃত আব্দুল মজিদের পুত্র আব্দুল আওয়াল সিরাজ ও একই থানার আমড়াঝুড়ি গ্রামের মৃত হাবিবুল্লাহ শিকদারের পুত্র আলী হোসেন ওরফে মাইনুদ্দীন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বরগুনা সদর থানার বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জেএমবির সক্রিয় সদস্য স্বীকার করেছে বলে র‌্যাবের দাবি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, জঙ্গীদের নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা সম্পর্কে গোয়েন্দা তথ্য পেয়ে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। এ জন্য পুলিশ সদর দফতর থেকে পুলিশের ওপর হামলা মোকাবেলায় সতর্ক পরামর্শ দেয়া হয়েছে। বর্তমানে দেশে সুনির্দিষ্ট জঙ্গী হামলার আশঙ্কা না থাকলেও জঙ্গীরা ফের পুনঃসংগঠিত হতে চাইছে। এ কারণে সব ধরনের সতর্ক নজরদারি রাখা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে জঙ্গীদের বিষয়ে সতর্ক করা হয়েছে। এতে বলা হয়, জঙ্গীরা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে।
×