ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তুরস্কে গুলেন সমর্থক এক শ’ সৈন্যকে গ্রেফতারের নির্দেশ

প্রকাশিত: ০৩:৪৩, ৯ জানুয়ারি ২০১৯

তুরস্কে গুলেন সমর্থক এক শ’ সৈন্যকে গ্রেফতারের নির্দেশ

যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুরস্কের আধ্যাত্মিক ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ আছে সন্দেহে ১০০ সৈন্যকে আটক করার নির্দেশ দিয়েছে দেশটির কৌঁসুলিরা। ২০১৬ সালে ব্যর্থ অভ্যুথানের পেছনে গুলেনের হাত ছিল বলে আঙ্কারা অভিযোগ করে আসছে। গুলেনের অনুসারী এসব সন্দেহভাজন ব্যক্তির ফোন যোগাযোগ তদন্তের পর তাদের আটকের নির্দেশ দেয়া হয়। আটকের প্রক্রিয়া এগিয়ে চলছে বলেও জানানো হয়েছে। আনাদোলু। ২০১৬ সালে অভ্যুত্থান প্রচেষ্টার পর থেকেই পুলিশ গুলেনের অনুসারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে। ওই অভ্যুত্থান প্রচেষ্টায় ২৫০ জন নিহত হয়। তবে গুলেন তাতে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছেন। অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৭৭ হাজার লোককে কারাদ- দেয়া হয়েছে। এছাড়া সরকারী কর্মকর্তা ও সামরিক বাহিনীর সদস্যসহ ১ লাখ ৫০ হাজার লোককে চাকরিচ্যুত বা স্থগিত করা হয়েছে। অভ্যুত্থানের ঘটনায় এখনও নিয়মিত অভিযান চলছে।
×