ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সৌদি তরুণীর আশ্রয় প্রার্থনা খতিয়ে দেখা হচ্ছে

প্রকাশিত: ০৩:৪২, ৯ জানুয়ারি ২০১৯

সৌদি তরুণীর আশ্রয় প্রার্থনা খতিয়ে দেখা হচ্ছে

পরিবারের সদস্যদের কাছ থেকে পালিয়ে থাইল্যান্ড আসা ১৮ বছর বয়সী সৌদি তরুণীর আশ্রয় প্রার্থনার আবেদন খতিয়ে দেখার কথা জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। ফেরত পাঠালে পরিবারের সদস্যরা খুন করে ফেলবে এই শঙ্কায় রবিবার থাইল্যান্ডের বিমানবন্দর থেকে টুইটারে পোস্ট দিয়েছিলেন রাহাফ মোহাম্মদ আল-কুনুন। তার ওই পোস্ট বিশ্বব্যাপী সাড়া ফেলে। থাইল্যান্ড কর্তৃপক্ষ তাকে দেশে ঢুকতে দিতে অস্বীকৃতি জানিয়ে যে দেশ থেকে এ সৌদি নারী এসেছিলেন, সেই কুয়েতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিলেও মানবাধিকার সংগঠনগুলোর চাপের মুখে পড়ে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। প্রায় ৪৮ ঘণ্টা নিজেকে হোটেল কক্ষে আবদ্ধ রেখে রাহাফও তাকে ফেরত পাঠানোর চেষ্টা ব্যাহত করে দেন। জাতিসংঘের শরণার্থী সংস্থার কর্মকর্তারা সোমবার এ সৌদি তরুণীকে বিমানবন্দরের হোটেল থেকে নিজেদের জিম্মায় নেন। থাই কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তাকে ব্যাঙ্ককের হোটেলে রাখা হয়েছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর। মঙ্গলবার এক বিবৃতিতে এ শরণার্থী বিষয়ক সংস্থাটি রাহাফকে জিজ্ঞাসাবাদ ও তৃতীয় কোন দেশে তার আশ্রয় প্রার্থনার আবেদন খতিয়ে দেখার কথা জানিয়েছে। খবর ইয়াহু নিউজ। ‘প্রক্রিয়াটি সম্পন্ন হতে এবং পরবর্তী পদক্ষেপ নিতে কয়েক দিন লেগে যেতে পারে। থাই কর্তৃপক্ষ যে তাকে (রাহাফ) ফেরত না পাঠিয়ে সুরক্ষা দিতে রাজি হয়েছেন সেজন্য আমরা কৃতজ্ঞ,’ বিবৃতিতে বলেছেন ইউএনএইচসিআরের থাই প্রতিনিধি গুইসেপ্পে দে ভিনসেন্তিস। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ভ্রমণে থাকার সময় কুয়েত থেকে পালান রাহাফ। থাইল্যান্ড হয়ে তিনি অস্ট্রেলিয়া যাওয়ার চেষ্টা করেছিলেন।
×