ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

১৮ বাম শ্রমিক সংগঠনের ডাকে ভারতজুড়ে বন্ধ

প্রকাশিত: ০৩:৪১, ৯ জানুয়ারি ২০১৯

১৮ বাম শ্রমিক সংগঠনের ডাকে ভারতজুড়ে বন্ধ

কেন্দ্রীয় সরকারের শ্রমবিরোধী নীতির প্রতিবাদে মঙ্গল ও বুধবার ভারতজুড়ে সাধারণ ধর্মঘট বন্ধ ডাকা হয়েছে। ধর্মঘটে অংশ নিয়েছে আইএনটিইউসি ও সিটুসহ আঠারোটি বাম শ্রমিক সংগঠন। বন্ধকে ঘিরে মঙ্গলবার সকাল থেকেই রাজধানী দিল্লীসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল ও রেল অবরোধ করেছে বন্ধ সমর্থকরা। বিভিন্ন স্থান সংঘর্ষ ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ডে মিছিল করেন বাম সমর্থকরা। মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে বন্ধ সমর্থনকারীদের বচসা এবং ধস্তাধস্তি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন তারা। জি নিউজ। এরপর যাদবপুর স্টেশনের রেললাইনের ওপর বসে পড়েন বন্ধ সমর্থকরা। রেল অবরোধ করেন তারা। মিছিলে হাঁটেন সুজন চক্রবর্তীও। সুজন চক্রবর্তীসহ বেশ কয়েকজন বন্ধ সমর্থকদের আটক করে লালবাজারের দিকে নিয়ে যাওয়া হয়। সকাল থেকেই যাদবপুর এইট বি বাসস্ট্যান্ডের অবস্থা উত্তপ্ত হলেও ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মৌলালিতেও বন্ধ সমর্থকরা অবরোধ করে বিক্ষোভ দেখান। নিউটাউনেও মিছিল করেন বাম সমর্থকরা। তবে জলপথ মোটামুটি সচল রয়েছে। হাওড়া থেকে লঞ্চে করে যাত্রীদের যাতায়াতে তেমন কোন অসুবিধার সম্মুখীন হতে হয়নি। স্বাভাবিকভাবেই নিত্যদিনের মতোই লঞ্চ করে শহরের বিভিন্ন জায়গায় শোভাবাজার, আর্মেনিয়ান ঘাটে পৌঁছে যান যাত্রীরা। তেমনই এক্সাইড মোড়ে স্বাভাবিক রয়েছে যান চলাচল। বন্ধের তেমন কোন প্রভাব পড়েনি। স্বাভাবিক রয়েছে পাতাল পথও। মেট্রোতেও বন্ধের কোন প্রভাব পড়েনি। হাওড়া-বর্ধমান মেন লাইন শাখায় হুগলি জেলার বিভিন্ন স্টেশনে ওভারহেডে কলাপাতা ফেলে রেল অবরোধ চলে সকাল থেকেই। রিষড়া, শ্রীরামপুর ও উত্তরপাড়া, হিন্দমোটর এবং হুগলি স্টেশনে সকাল থেকেই রেল অবরোধ করেন ধর্মঘট সমর্থনকারী। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় ধর্মঘটিদের। চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। বেশ কয়েকটি জুটমিল বন্ধ রয়েছে। অন্যান্য জুটমিলগুলোতে শ্রমিকের সংখ্যা কম। শিয়ালদহ শাখায় মেন লাইনে আগরপাড়া, বারাসত, সোদপুর, মধ্যমগ্রামে রেল অবরোধ হয়। বনগাঁ লাইনেও রেল অবরোধ হয় বিভিন্ন স্টেশনে। তবে বারাকপুর শিল্পাঞ্চল স্বাভাবিক রয়েছে। আসানসোলে সরকারী বাসে ভাংচুর করা হয়। আসানসোল জিটি রোডে বাসস্ট্যান্ডে বামদের মিছিল হয়। জামুরিয়াতে কলকাতাগামী বাসে এলোপাতাড়ি ইট ছুঁড়ে ভাংচুর চালান বন্ধ সমর্থকরা। বারাসতের চাঁপাডালি মোড়ে সরকারী বাসে ভাংচুর চালায় বন্ধ সমর্থনকারীরা। সকাল থেকেই উত্তাল বারাসাত। রেল অবরোধের পাশাপাশি চাঁপাডালি মোড়ে অবরোধ করেন বন্ধ সমর্থনকারীরা। এরপর পুলিশের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তি ও বাস ভাংচুরকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বামদের বড় মিছিল এলাকায় প্রদক্ষিণ করে।
×