ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকায় আসছে ‘আনারকলি’

প্রকাশিত: ০৬:৫২, ৮ জানুয়ারি ২০১৯

ঢাকায় আসছে ‘আনারকলি’

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকায় আগামী শুক্রবার ‘আনারকলি’কে দেখা যাবে। চলচ্চিত্র কিংবা নাটক নয়, যাত্রাপালা ‘আনারকলি’। ইংরেজী বছরের শুরুতে সংস্কৃতি অঙ্গনে এই চমকটি নিয়ে আসছে এ দেশের অন্যতম যাত্রাদল দেশ অপেরা। পালাটি ওইদিন বিকেল ৩টায় নটরডেম কলেজ প্রাঙ্গণে মঞ্চায়ন হবে। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের সত্তর বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে দিনভর নানা আয়োজনের সমাপ্তি ঘটবে যাত্রানুষ্ঠানের মধ্য দিয়ে। নটরডেম কলেজে আনারকলির চরিত্রে অভিনয় করবেন হালের যাত্রার ব্যস্ততম অভিনেত্রী পুরবী দত্ত। বিপরীতে সেলিমের চরিত্রে অভিনয়ে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা এম আলীমকে। প্রসাদকৃঞ্চ ভট্টাচার্য রচিত ও মিলন কাত্রীদের নির্দেশিত এই পালার বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আবদুস সালাম, মোবারক আলী, এম এ মজিদ, কাজী রফিক, সাদ্দাম, মোজাম্মেল হক মিলন, আলী নূর, অলি, আবদুর রশিদ, তাপসী, তপতী, অরিনসহ আরও অনেকে। পালা নির্দেশক মিলন কান্তি দে বলেন, নটরডেম কলেজের অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকদের আগ্রহেই এই পালার আয়োজন। এক সময় স্কুল-কলেজে প্রচুর যাত্রা হতো। শিক্ষামূলক যাত্রা দেখে উপকৃত হতেন শিক্ষক, শিক্ষার্থী ও নানা বয়সী মানুষ। নটরডেম কলেজে আয়োজিত আনারকলি যাত্রাপালা আমাদের সেই স্মৃতি মনে করিয়ে দেয়। মিলন কান্তি দে আরও বলেন ‘আনারকলি’কে নিয়ে ইতোমধ্যে চলচ্চিত্র নাট্যমঞ্চে রূপায়িত হয়েছে ভিন্ন ভিন্ন আঙ্গিকে। মুম্বাইয়ের মধুবালা এবং ঢাকার ববিতা এই চরিত্রে অসাধারণ অভিনয় করে রীতিমতো ঝড় তুলেছিলেন। যাত্রামঞ্চেও এই কাহিনী ছিল সবসময় তুঙ্গে। ইরানের মেয়ে জহরত বাপজানের সঙ্গে এসেছিল ভারতবর্ষে। নিয়তির পরিহাস, ঘটনাচক্রে কিছু দুষ্টু লোকের হাতে পরে সে। তারপর এক সময় সম্রাট আকবরের প্রাসাদে আশ্রয় পায় জহরত। সম্রাট তার নৃত্যগীতে মুগ্ধ হন। ঘোষণা করেন জহরতের নতুন নাম-‘আনারকলি’। এদিকে শাহ্জাদা সেলিমের সঙ্গে আনারকলির সাদির ব্যবস্থাও চূড়ান্ত হয়। কিন্তু প্রাসাদ-ষড়ষন্ত্রের কারণে সেলিম ও আনার দুজনই রাজ্য থেকে বিতাড়িত হন। মুহূর্তে নিভে যায় শাশ^ত প্রেমের প্রদীপ। জীবন্ত কবর হয় আনারকলির। কিন্তু তার সেই অমর প্রেম সঙ্গীত যুগে যুগে যুগল মানব-মানবীকে টেনে নিয়ে যায় প্রেম ভালবাসায় নন্দনকাননে-‘তুমি আমার ভালবাসা, তুমি আমার জান, তুমি আমার মহব্বত, তুমি গুলিস্তান’।
×