ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ০৫:২৫, ৮ জানুয়ারি ২০১৯

সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ আধারায় লোকাল গবর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের (এজিএসপি-৩) আওতায় ৪৬ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে আধারা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এস এম শফিক। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহাম্মেদ ও ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ মোবাশ্বের হোসেন খন্দকার। আধারা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল কবির মাস্টার এতে সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব দেওয়ান মিজানুর রহমান, প্যানেল চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়া প্রমুখ। ফেনসিডিল জব্দ স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল সীমান্ত থেকে ৫৯০ বোতল ফেনসিডিল জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি তারা। সোমবার সকালে বেনাপোল সীমান্তের অভায়বাস মাঠ থেকে এই ফেনসিডিল জব্দ করা হয়। বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে ভারত থেকে ফেনসিডিলের একটি চালান ঢুকবে। পরে বিজিবি সদস্যরা সীমান্তে জনবল বাড়ায়। একপর্যায়ে ওই চোরাচালানিরা ভারত সীমান্তবর্তী এলাকা পাচভুলোট গ্রামের মাঠ অতিক্রম করার সময় তাদের ধাওয়া করলে মাথা থেকে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতর থেকে ৫৯০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
×