ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতির জনকের মাজার জিয়ারত করলেন এমপি লতিফ

প্রকাশিত: ০৫:২২, ৮ জানুয়ারি ২০১৯

জাতির জনকের মাজার জিয়ারত করলেন এমপি লতিফ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর শত শত নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও মেজবানের আয়োজন করলেন চট্টগ্রাম বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্য এমএ লতিফ। নিজ আসনের ১৪৩ ভোট কেন্দ্রের আহ্বায়ক, সচিব ও ১০টি ওয়ার্ডের আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের কর্মী সমর্থক নিয়ে তিনি এ আয়োজন করেন। সংসদ সদস্য এমএ লতিফের নির্বাচনী কার্যালয় থেকে সোমবার জানানো হয়, ভোটের পর তিনি নিজ দল ও আদর্শের বিশাল এক বহর নিয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন। এই বহরে ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ এবং তার গড়া সংগঠন ‘স্বাধীনতা নারী শক্তি’র কর্মীরা। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অন্যতম নেতা মাহবুবুল হক মিয়া, ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন, সাবেক কাউন্সিলর মোঃ আসলা, নারী কাউন্সিলর ফেরদৌসী আকবর, চিটাগাং চেম্বার পরিচালক একেএম আকতার হোসেন ও অহিদ সিরাজ চৌধুরী স্বপন, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হক এটলি, বন্দর সিবিএ যুগ্ম সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, লবণ শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাধারণ সম্পাদক ফারুক মোল্লা ও সাংগঠনিক সম্পাদক মোঃ কবির, চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের সভাপতি মোঃ ইমাম হোসেন, বন্দর থানা আওয়ামী লীগ সভাপতি নুরুল আলম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল ইব্রাহিম প্রমুখ এ আয়োজনে অংশ নেন। রাজশাহীতে অগ্নিদগ্ধ নারীর মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ তানোরে অগ্নিদগ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। ওই নারীর নাম মনোয়ারা বেগম (৫০)। তিনি তানোর উপজেলার শঙ্করপুর এলাকার বাসিন্দা। নিহত মনোয়ারা বেগমের মা স্বপ্না বেগম জানান, ৩০ ডিসেম্বর সকালে তার মেয়ে রান্না করছিলেন। এ সময় শাড়ির আঁচলে আগুন ধরে গেলে তা পুরো শরীরে ছড়িয়ে যায়। এরপর তাকে সঙ্কটাপন্ন অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
×