ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে পাচার সাত কিশোরকে বেনাপোলে হস্তান্তর

প্রকাশিত: ০৫:২২, ৮ জানুয়ারি ২০১৯

ভারতে পাচার সাত কিশোরকে বেনাপোলে হস্তান্তর

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ ভাল কাজের প্রলোভনে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া সাত কিশোরকে দেড় বছর পর স্বদেশ প্রত্যাবর্তন আইনে যশোরের বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার বিকেলে ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে সোপর্দ করে। বিজিবি সদস্যরা আইনী প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করলে সেখান থেকে রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করেছে পরিবারের কাছে পৌঁছে দেয়ার জন্য। ফেরত আসা কিশোররা হলো- নড়াইলের কুড়লিয়া গ্রামের রিয়াদ শেখ (৭), গোপালগঞ্জের খায়েরহাট জলকর পাড়ার হৃদয় আলনুর (৮), পাবনার মশুরিয়া পাড়ার দীপ বিশ্বাস (৮), খুলনার মধুপুর গ্রামের রোমান শিকদার (৯), দৌলতপুর গ্রামের বাদল খান (৮), বাগেরহাটের মোংলা পোর্ট এলাকার রাহাদ খান (৯) ও ঢাকার মিরপুর পীরেরবাগ এলাকার সৈয়দ ফাতি (১১)।
×