ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কম্বল বিতরণ

প্রকাশিত: ০৫:২০, ৮ জানুয়ারি ২০১৯

কম্বল বিতরণ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৭ জানুয়ারি ॥ ৫শ’ দুস্থ মুক্তিযোদ্ধার মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এসব কম্বল বিতরণ করা হয়। সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট চত্বরে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান। এ সময় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হামিদুল হক, নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন-অল-রশিদ, জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আফজাল হোসেন, সদর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার গোলাম সামদানীসহ জেলার বিশিষ্ট মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে দু’দিনব্যাপী শিক্ষা ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনের ওপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন নেটিজেন আইটির স্থানীয় প্রতিনিধিগণ। ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বারের শিশুদের শিক্ষামূলক সফটওয়্যার ‘বিজয়’ ও শিক্ষা ব্যবস্থাপনা সফটওয়্যার ‘এডুম্যান’ নিয়ে সারাদেশে কাজ করে যাচ্ছে নেটিজেন আইটি লিমিটেড। এডুম্যানের মাধ্যমে ঘরে বসেই তার সন্তানের যাবতীয় তথ্য যেমন দৈনিক হাজিরার রিপোর্ট, পরীক্ষার ফলাফল, স্টুডেন্ট ফিস, এডমিট কার্ড, এসএমএস’র মাধ্যমে বিভিন্ন নোটিস জানা যাবে।
×