ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে বিকাশ কর্মকর্তাকে গুলি করে টাকা ছিনতাই

প্রকাশিত: ০৫:১৯, ৮ জানুয়ারি ২০১৯

রূপগঞ্জে বিকাশ কর্মকর্তাকে গুলি করে টাকা ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৭ জানুয়ারি ॥ উপজেলার দীঘি বরাব এলাকায় পিস্তল দিয়ে গুলি করে এক বিকাশ কর্মকর্তার কাছ থেকে ৪ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় সোমবার সকালে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে গত ৬ জানুয়ারি দুপুরে ঘটে এ ছিনতাইয়ের ঘটনা। এ ঘটনায় আশপাশের হাট-বাজারগুলোর ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মামলার বাদী রুবেল অধিকারী জানান, তিনি মুড়াপাড়া ব্রাদার্স রিয়াজ উদ্দিন খান প্লাজায় অবস্থিত জামাল এ্যান্ড কোম্পানি-৩ (বিকাশ)-এর ডিস্ট্রিবিউশন এ্যান্ড মার্চেন্ডাইজিং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ওই কোম্পানির ডিএসও শাকিল মিয়া গত রবিবার দুপুরে দীঘি বরাব এলাকার বিভিন্ন এজেন্টদের হাত থেকে ৪ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করে রিক্সা যোগে রুপসী যমুনা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে সাঈদ মার্কেট বালুর মাঠে উষা ফাউন্ডেশন কোম্পানির কাছে পৌঁছামাত্র একটি মোটরসাইকেল যোগে ৩ ছিনতাইকারী এসে রিক্সাটিকে গতিরোধ করে। এ সময় মোটরসাইকেলটি নিয়ে একজন চলে যায়। অপর দুই জন বিকাশের টাকাগুলো ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে পিস্তল বের করে শাকিলের মাথায় পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারী ছিনতাইকারী বলে চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা শাকিলের ডান পায়ে গুলি করে জখম করে। পরে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে পার্শ্ববর্তী ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
×