ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই মন্ত্রী পাওয়ায় নেত্রকোনায় আনন্দের বন্যা

প্রকাশিত: ০৫:১৮, ৮ জানুয়ারি ২০১৯

দুই মন্ত্রী পাওয়ায় নেত্রকোনায় আনন্দের বন্যা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৭ জানুয়ারি ॥ হাওড়-বাঁওড় অধ্যুষিত নেত্রকোনার একজনকে পূর্ণমন্ত্রী ও আরেকজনকে প্রতিমন্ত্রী করায় জেলাজুড়ে আনন্দের বন্যা বইছে। বিভিন্ন এলাকায় চলছে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। জানা গেছে, নতুন মন্ত্রিসভায় হাওরাঞ্চল খালিয়াজুরি উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বারকে টেকনোক্র্যাট কোটায় দ্বিতীয়বারের মতো ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী করা হয়। এছাড়া নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুকে করা হয় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী। এ দু’জনকে মন্ত্রী-প্রতিমন্ত্রী করায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটাররাও উল্লাসে ফেটে পড়েছেন। রবিবার সন্ধ্যার পর থেকে সোমবার বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল হয়েছে। বিভিন্ন স্থানে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমানের নেতৃত্বে জেলা শহরের আনন্দ মিছিলে অংশ নেন সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, মাজহারুল ইসলাম, অধ্যাপক ওমর ফারুক, নজরুল ইসলাম ফকির ও মারুফ হাসান খান অভ্র প্রমুখ।
×