ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউপি-চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:১৭, ৮ জানুয়ারি ২০১৯

ইউপি-চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৭ জানুয়ারি ॥ কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মকিমুল ইসলাম মকিমের বিরুদ্ধে সংখ্যালঘুদের জমি দখল, মারধর ও সরকারী বরাদ্দ বিতরণে অনিয়মের অভিযোগ এনে তার পদত্যাগ চেয়ে বিক্ষোভ-মিছিল করেছে ওই ইউনিয়নের ১০ জন ইউপি সদস্য। সোমবার সকাল ৬টার দিকে পারুলিয়া ইউপি’র ১২ মেম্বারসহ কুমারিয়া, লক্ষ্মীপুর, কেষ্টপুর, পারুলিয়া ও সোনাডাঙ্গা গ্রামের ’শ ’শ মানুষ একত্র হয়ে চেয়াম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ-মিছিল করে। তাদের অভিযোগ, চেয়ারম্যান শেখ মকিমুল ইসলাম মকিম সংখ্যালঘুদের জমি দখল করে তাদের উচ্ছেদ করার চেষ্টায় লিপ্ত। ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত বিনয় মৃধার ছেলে বিজয় মৃধার (৮৭) জমি দখল করে জোরপূর্বক পুকুর খনন করে চেয়ারম্যান মকিমের নেতৃত্বে তার ভাই মিলন। জমির মালিক বিজয় মৃধা বাধা দিতে গেলে তাকে মারধর করে। এরপর বয়ঃবৃদ্ধ বিজয় মৃধাকে মারপিট করার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তাই এলাকার সর্বসাধারণ এক হয়ে তারা চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।
×