ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে দুধকুমোর নদীতে ভাঙ্গন

প্রকাশিত: ০৫:১৭, ৮ জানুয়ারি ২০১৯

কুড়িগ্রামে দুধকুমোর নদীতে ভাঙ্গন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ দুধকুমর নদীর ভাঙ্গনে অর্ধশতাধিক বাড়িঘর, গাছপালা এবং দেড় শ’ মিটার আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনের মুখে পড়েছে একটি স্কুল, কমিউনিটি ক্লিনিক ও মাদ্রাসা। যে কোন সময় নদীগর্ভে প্রতিষ্ঠানগুলো বিলীন হয়ে যেতে পারে। গত দু’মাস ধরে সংশ্লিষ্ট বিভাগ জিও ব্যাগ দিয়ে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা চালিয়েছে। ভাঙ্গন কবলিত গৃহহীন মানুষগুলো এখন খোলা স্থানে অবস্থান করছে। নাগেশ^রী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের বোয়ালমারী গ্রামে গিয়ে দেখা গেছে গ্রামটিতে যাওয়ার একমাত্র বাঁধ রাস্তাটির অর্ধেকাংশ দুধকুমোর নদীগর্ভে চলে গেছে। চলছে তীব্র ভাঙ্গন। ভাঙ্গন কবলিতরা তাদের ঘরবাড়ি ভেঙ্গে অন্যত্র সরিয়ে নিচ্ছে। কেউবা কাটছে গাছপালা। অনেক পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। বাঁধ সংলগ্ন বোয়ালমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী কমিউনিটি ক্লিনিক ও বোয়ালমারী দাখিল মাদ্রাসা রয়েছে চরম ঝুঁকিতে। যে কোন সময় দুধকুমোর নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে । ওই গ্রামের জহুর আলী, নজরুল ও রোস্তম জানান, জায়গা জমি যা আছিল। নদীতে চলে গেছে। এখন মাথা গোঁজার ঠাঁই নাই। এই গ্রামের প্রাক্তন মহিলা মেম্বার পারুল আক্তার জানান, গত ১৫ দিনে ৩২টি বাড়ি গৃহহীন হয়েছে। নুনখাওয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন ব্যাপারী জানান, আমরা বিভিন্ন জায়গায় দেন-দরবার করে কিছু জিও ব্যাগ পেয়েছি কিন্তু তাতে ভাঙ্গন রোধ করা সম্ভব হচ্ছে না। সরকারের কাছে দাবি দ্রুত ভাঙ্গন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।
×