ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে এবার উপজেলা নির্বাচনের প্রস্তুতি

প্রকাশিত: ০৫:১৬, ৮ জানুয়ারি ২০১৯

চট্টগ্রামে এবার উপজেলা নির্বাচনের প্রস্তুতি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জাতীয় সংসদ নির্বাচনের পর চট্টগ্রামের ১৫ উপজেলায় শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি। জেলা নির্বাচন অফিসে ব্যস্ততা ঠিকই রয়ে গেছে। এখন চলছে ভোট কেন্দ্র, বুথ এবং প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারদের তালিকা তৈরির কাজ। সম্ভাব্য প্রার্থীরাও দলীয় মনোনয়ন নিশ্চিত করতে মাঠপর্যায়ে গ্রহণযোগ্যতা বৃদ্ধির পাশাপাশি কেন্দ্রের মনোযোগ আকর্ষণের চেষ্টায় রয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী মার্চ মাস থেকে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। দেশব্যাপী কয়েক ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পর্যাপ্ত সদস্য ও প্রয়োজন অনুযায়ী প্রশাসনের কর্মকর্তা নিয়োগের সুবিধার্থে ধাপে ধাপে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নেয়া হয়েছে। চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যস্ততা শেষ না হতেই শুরু হয়েছে নতুন আরেকটি নির্বাচনের কাজ। নির্বাচন কমিশন ইতোমধ্যেই ভোটকেন্দ্র, বুথ সংখ্যা এবং উপজেলা অনুযায়ী ভোটার সংখ্যা জানতে চেয়েছে। এ তালিকা প্রস্তুতের লক্ষ্যে নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরা ব্যস্ত সময় পার করছেন। ভোট গ্রহণের জন্য নির্বাচন কর্মকর্তার তালিকা এবং তাদের প্রশিক্ষণের ছকও প্রস্তুত হয়ে যাচ্ছে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সংসদ সদস্যের পরের সারির নেতারা নেমে পড়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার চেষ্টায়। বিভিন্ন পর্যায়ে মতবিনিময় এবং পোস্টার ও স্টিকারের মাধ্যমে শুভেচ্ছা বিনিময়ের ব্যস্ততাও পরিলক্ষিত হচ্ছে। চট্টগ্রাম জেলার পনেরো উপজেলায় হবে উপজেলা পরিষদ নির্বাচন। উপজেলাগুলো হচ্ছে মীরসরাই, ফটিকছড়ি, সন্দ্বীপ, সীতাকু-, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনীয়া, বোয়ালখালি, পটিয়া আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়া। এরমধ্যে কর্ণফুলী উপজেলা নির্বাচন শেষে পাঁচ বছর এখনও পূর্ণ না হওয়ায় শুধুমাত্র এ পরিষদের নির্বাচন হবে পরে।
×