ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিহত আনসারদের পরিবারকে অনুদান

প্রকাশিত: ০৫:১১, ৮ জানুয়ারি ২০১৯

নিহত আনসারদের পরিবারকে অনুদান

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ আনসার ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় মারা গেছেন। তাদের মধ্যে ২ সদস্যকে দুষ্কৃতকারীরা হত্যা করে এবং বাকি ৩ জন নির্বাচন বিরোধী অপশক্তির অস্থিতিশীল পরিস্থিতির কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। বাহিনীর পক্ষ থেকে প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিক এক লাখ পঁচিশ হাজার টাকা করে প্রদান করা হয়। সোমবার সদর দফতর, খিলগাঁও, ঢাকায় আনসার-ভিডিপি মহাপরিচালক, মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ মৃতদের মধ্য থেকে আনসার সদস্য মরহুম শাহাবুদ্দিনের স্ত্রী মোছাঃ রমিজা খাতুন ও ছেলে মোঃ রনিকে বাহিনীর পক্ষ থেকে অনুদান হিসেবে ৫ লাখ টাকার চেক প্রদান করেন। বাকি ৪ জনের প্রতি পরিবারকেও বাহিনীর পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। -বিজ্ঞপ্তি রাজীবের মামলা ॥ তদন্ত প্রতিবেদনের তারিখ ফের পেছাল স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের চাপায় হাত হারানোর পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের মামলার তদন্ত প্রতিবেদন আবারও পিছিয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি এই দিন ধার্য করেছে আদালত। সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। আদালতের নিবন্ধন কর্মকর্তা এসআই আফতাব আলী মামলার তদন্ত প্রতিবেদন জমা না দেয়ায় ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আদালতের বিচারক সরাফুজ্জামান চৌধুরী নতুন দিন ধার্য করেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান এই তথ্য জানান।
×