ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ীকে গুলি নিউ ইস্কাটনে ব্র্যাক ব্যাংকের সামনে দুর্ধর্ষ ছিনতাই

প্রকাশিত: ০৫:১১, ৮ জানুয়ারি ২০১৯

ব্যবসায়ীকে গুলি নিউ ইস্কাটনে ব্র্যাক ব্যাংকের সামনে দুর্ধর্ষ ছিনতাই

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর হাতিরঝিল থানাধীন নিউ ইস্কাটন রোডের ব্র্যাক ব্যাংকের সামনে ফিল্মি স্টাইলে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা এক ব্যবসায়ীকে গুলি চালিয়ে আহত করে একটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যবসায়ী সাঈদ আশঙ্কামুক্ত। ছিনিয়ে নেয়া ব্যাগে টাকা ছাড়াও অন্য আর কি কি ছিল তা জানা যায়নি। সোমবার বিকেল চারটার দিকে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদ সাঈদ (৫০) নামের ওই ব্যবসায়ী ইস্কাটন রোডে মোটরপার্টসের ব্যবসা করেন। তিনি ঘটনার সময় একটি ব্যাগ নিয়ে রিক্সায় করে ব্র্যাক ব্যাংকের দিকে যাচ্ছিলেন। এ সময় ব্যাংকের সামনে ফ্লাইওভারে ওঠার ঠিক মাথায় তিনটি মোটরসাইকেল নিয়ে ৬ জন দাঁড়িয়েছিল। ওই ব্যবসায়ীর রিক্সাটি সেখানে পৌঁছামাত্র তিনটি মোটরসাইকেলে থাকা চালক ব্যতীত তিন জন নেমে যায়। তারা সঙ্গে সঙ্গে রিক্সার গতিরোধ করে। তারা ওই ব্যবসায়ীর কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। কিন্তু ওই ব্যবসায়ী ব্যাগটি দিচ্ছিলেন না। এ সময় ওই তিন যুবক কোমর থেকে পিস্তল বের করে। এদের মধ্যে দুই জন দুইটি পিস্তল দিয়ে সোজা ব্যবসায়ীর ডান হাতে গুলি চালিয়ে দেয়। এরপর ব্যবসায়ীর কাছ থেকে ব্যাগটি ছিনিয়ে নেয়। এরপর ছিনতাইকারীরা ব্যবসায়ীর দুই পায়ে গুলি করে। গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাত্র কয়েক গজ দূরে দাঁড়িয়ে থাকা পথচারীরা এ দৃশ্য দেখছিলেন। ছিনতাইকারীরা ব্যাগটি নিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে ওভারব্রিজের ওপর দিয়ে পালিয়ে যায়। ব্যবসায়ীকে জনতা দিলু রোডের দিকে নিয়ে যান। তখন তার হাত থেকে টপ টপ করে রক্ত পড়ছিল। তার বাসা ইস্কাটনের দিলু রোডেই। মুহূর্তেই সেখানে বহু মানুষ জড়ো হন। প্রকাশ্যে এমন ছিনতাইয়ের ঘটনা সবাইকে হতবাক করে দেয়। পরে ওই ব্যবসায়ীকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার বাড়ি চট্টগ্রামে। সাঈদের ডান হাতে ও দুই পায়ে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ব্র্যাক ব্যাংকের নিরাপত্তাকর্মীরা জানান, আহত ব্যবসায়ী নিয়মিত ব্র্যাক ব্যাংকে যাতায়াত করেন। তাকে প্রায়ই ব্যাংকটির ভেতরে দেখা যায়। ধারণা করা হচ্ছে, তিনি ব্যাংকটির গ্রাহক। ঘটনার সময় তিনি টাকা নিয়ে জমা দেয়ার উদ্দেশে রিক্সায় করে হয়তো ব্যাংকে আসছিলেন। ঢাকা মহানগর পুলিশের হাতিরঝিল থানার ওসি আবু মোহাম্মদ ফজলুল করিম জনকণ্ঠকে জানান, ব্যাগে কি কি ছিল এবং কি পরিমাণ টাকা ছিল তা এখনও স্পষ্ট নয়। আহত ব্যবসায়ীর জবানবন্দী গ্রহণ করা হচ্ছে। ঘটনাস্থলের আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ ঘটনার সঙ্গে জড়িত কেউ গ্রেফতার হয়নি।
×