ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ড ॥ শুনানি আট সপ্তাহ পিছিয়েছে

প্রকাশিত: ০৫:০৯, ৮ জানুয়ারি ২০১৯

আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ড ॥ শুনানি আট সপ্তাহ পিছিয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক, গাজীপুর সদরের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যাকা-ের ঘটনায় করা মামলায় হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও আসামি উভয়পক্ষের করা আপীলের শুনানি আট সপ্তাহ পিছিয়েছে আপীল বিভাগ। অন্যদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনকে (এনডিএম) নিবন্ধন দিতে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপীল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট আপীল বিভাগ এ আদেশ প্রদান করেছে। আহসান উল্লাহ মাস্টার হত্যাকা-ের ঘটনায় করা মামলায় হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও আসামি উভয়পক্ষের করা আপীলের শুনানি আট সপ্তাহ পিছিয়েছে আপীল বিভাগ। আদালতের শুনানিতে বাদীপক্ষে ছিলেন ব্যারিস্টার এম আমীর উল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মোঃ মোমতাজ উদ্দিন ফকির। তার সঙ্গে ছিলেন সহকারী এ্যাটর্নি জেনারেল এসএম কামরুল হাসান। অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মোঃ মোমতাজ উদ্দিন ফকির জানান, নিম্ন আদালতের দেয়া রায়ের ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপীলের পরিপ্রেক্ষিতে হাইেকার্টের দেয়া রায়ে খালাস পাওয়া আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপীল এবং মৃত্যুদণ্ড পাওয়া আসামি পক্ষের করা আপীলের শুনানিতে বাদীপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ৮ সপ্তাহের সময় দেয় আদালত। এর আগে, ২০১৬ সালের ১৫ জুন এই মামলায় বিএনপির নেতা নুরুল ইসলাম সরকারসহ ছয়জনের মৃত্যুদ- বহাল রেখে রায় ঘোষণা করে হাইকোর্ট। এ ছাড়া নিম্ন আদালতে মৃত্যুদ-প্রাপ্ত সাত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদ- এবং মৃত্যুদ-প্রাপ্ত সাত আসামি ও যাবজ্জীবন কারাদ- পাওয়া চার আসামিকে বেকসুর খালাস দেয় আদালত।
×