ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লিবরা ইনফিউশনের হিসাবমান লঙ্ঘন

প্রকাশিত: ০৪:২৩, ৮ জানুয়ারি ২০১৯

লিবরা ইনফিউশনের হিসাবমান লঙ্ঘন

২০১৭-১৮ অর্থবছরের আর্থিক হিসাব তৈরিতে বাংলাদেশ হিসাব মান (বিএএস) লঙ্ঘন করেছে লিবরা ইনফিউশনস কর্তৃপক্ষ। যেখানে সম্পদ বেশি দেখানো, সঠিক অবচয় চার্জ না করা ও ডেফার্ড টেক্স নিয়ে গরমিল তথ্য প্রকাশ করা হয়েছে। যা নিয়ে ওই অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় আপত্তিকর মন্তব্য করেছেন নিরীক্ষক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কাছে ১৫৭ কোটি ২১ লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবি করছে লিবরা ইনফিউশনস কর্তৃপক্ষ। যা আদায়ের লক্ষ্যে আইনী প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে লিবরা কর্তৃপক্ষ। তবে আদালত থেকে এ নিয়ে কোন রায় না আসা সত্ত্বেও উক্ত দাবিকৃত অর্থকে আর্থিক হিসাবে সম্পদ হিসাবে প্রকাশ করা হয়েছে। কিন্তু বিএএস-৩৭ অনুযায়ী, কোন দাবি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, তা সম্পদ হিসাবে দেখানো যায় না বলে নিরীক্ষক জানিয়েছেন। -অর্থনৈতিক রিপোর্টার লভ্যাংশ পাঠিয়েছে জিকিউ বলপেন পুঁজিবাজারে তালিকাভুক্ত জি কিউ বল পেন সর্বশেষ হিসাববছরের (২০১৭-১৮) জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, ২০১৭-১৮ অর্থবছরের জন্য জি কিউ বল পেন ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। সেই লভ্যাংশ ব্যাংক এ্যাকাউন্টে পাঠানো হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×