ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইএস ধ্বংস না হওয়া পর্যন্ত সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার নয়

প্রকাশিত: ০৪:২০, ৮ জানুয়ারি ২০১৯

আইএস ধ্বংস না হওয়া পর্যন্ত সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার নয়

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন রবিবার ইসরাইল সফরকালে এক সাক্ষাতকারে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে শর্ত দিয়েছেন। যা এক মাসেরও কম সময় আগে নেয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী অবিলম্বে ও কোন শর্ত ছাড়া সৈন্য প্রত্যাহারের সরাসরি বিরোধিতা। ওয়াশিংটন পোস্ট। বোল্টন বলেছেন যে, সেনা প্রত্যাহারের আগে কিছু উদ্দেশ্য অবশ্যই অর্জন করা উচিত। বোল্টন স্বীকার করেছেন যে, ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীরা এখন কিছু ক্ষুদ্র এলাকায় রয়ে গেছে। তাদের পরাজিত করা ছাড়া এবং মার্কিন সেনা প্রত্যাহার দ্রুতগতিতে শুরু হলে যুক্তরাষ্ট্রের অংশীদার ও সহযোগীরা বিপন্ন হতে পারে। সেই সঙ্গে মার্কিন বাহিনী নিজেদের বিপদে ফেলতে পারে। মাত্র দুই সপ্তাহ আগে ট্রাম্প জঙ্গীদের বিরুদ্ধে যুদ্ধ জয়ের ঘোষণা করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, যুদ্ধ জয়ের জন্য আরও সময়ের প্রয়োজন। সেনা প্রত্যাহারের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেজন্য আমি কখনই বলছি না যে আমরা তা দ্রুত শুরু করছি। নীতি নির্ধারণের মধ্যে এখনও পর্যন্ত হাজার হাজার সিরিয়ান কুর্দী যোদ্ধাদের সম্পর্কে কী করা উচিত তা এখনও নির্ধারিত হয়নি। যাদের মার্কিন বাহিনীর দ্বারা প্রশিক্ষিত, সশস্ত্র ও পরামর্শ দিয়ে আইএসের বিরুদ্ধে স্থল যুদ্ধ চালানো হচ্ছে। বোল্টন বলেন, এটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ যে আমরা এই বিষয়টি নিয়ে আমাদের জোটের সদস্যদের সঙ্গে আলোচনা করব এবং ইসরাইল ও তুরস্কের মতো অন্যান্য দেশের স্বার্থের দিকটি বিবেচনা করব। যেজন্য আমরা আশা করছি যে, সিরিয়ায় যারা আমাদের সঙ্গে লড়াই করছেন, বিশেষ করে কুর্দীদের ঝুঁকিতে ফেলে সেনা প্রত্যাহার করব না। বোল্টন মঙ্গলবার তুরস্ক সফর করবেন। যদিও ট্রাম্প আত্মবিশ্বসের সঙ্গে পেন্টাগন ও স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের প্রশ্নের মুখে তুরস্কের অগ্রাধিকার ও দক্ষতা নিয়ে প্রত্যয় ব্যক্ত করে বলেছেন যে, তুরস্ক দক্ষতার সঙ্গে আইএসের বিরুদ্ধে লড়াই চালাতে সক্ষম। যারা নিজেদের বাহিনী নিয়ে সেখানে যুদ্ধ করছে।
×