ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুনদের প্রাধান্য দিয়ে মন্ত্রিসভা গঠন সঠিক সিদ্ধান্ত ॥ তোফায়েল

প্রকাশিত: ০৮:১৩, ৭ জানুয়ারি ২০১৯

 নতুনদের প্রাধান্য দিয়ে মন্ত্রিসভা গঠন সঠিক সিদ্ধান্ত ॥ তোফায়েল

স্টাফ রিপোর্টর ॥ নতুনদের প্রাধান্য দিয়ে মন্ত্রিসভা গঠনকে প্রধানমন্ত্রীর সঠিক সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন বিদায়ী মন্ত্রিসভায় বাণিজ্যমন্ত্রীর দায়িত্বে থাকা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফয়েল আহমেদ। মন্ত্রিসভা নিয়ে রবিবার রাতে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাতকারে প্রবীণ এ রাজনীতিবিদ এ অভিমত দিয়েছেন। তোফায়েল আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী উনার পছন্দমতো যোগ্য সৎ আদর্শবান ব্যক্তিদের নিয়েই কেবিনেট করেন। আমার মনে হয় তিনি সেজন্যই করেছেন ও ভালই করেছেন। আমি ৭২ সাল থেকে প্রতিমন্ত্রী, ’৯৬-এ মন্ত্রী ছিলাম। নির্বাচনকালীন সরকারে শিল্প ও গৃহায়ন এবং পরে আবার বাণিজ্যমন্ত্রী ছিলাম। সুতরাং আমরা যারা পুরনো নতুনদের তো জায়গা দিতে হবে। একসময় তো যেতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমার মনে হয় উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। নতুন যারা কেবিনেটে জায়গা পেয়েছেন তারা সবাই যোগ্য ও আমি মনে করি প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারা ভালভাবেই সরকার পরিচালনা করে দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাবেন’। অন্যদিকে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বিবিসি বাংলাকে বলেন, এবার যে ইশতেহার দেয়া হয়েছে এবং দলের যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়ন বেশ কঠিন। বড় এনার্জি ও নতুন দৃষ্টিভঙ্গী লাগবে। নতুন যারা এসেছে তাদের অভিজ্ঞতা কম মনে হলেও এদের লেখাপড়া ও বাইরের এক্সপোজার ভাল। অন্যদিকে দলের উপদেষ্টা মন্ডলীতে এরা (বাদপড়া) সবাই আছেন। তাদের সঙ্গে আলোচনা থাকবে। মিস্টার রহমান বলেন সেখানে তরুণ ও অভিজ্ঞতা দুটোই মেলাবার সুযোগ থাকবে।
×