ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হপম্যান কাপে চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড

প্রকাশিত: ০৭:১২, ৭ জানুয়ারি ২০১৯

 হপম্যান কাপে চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও হপম্যান কাপের শিরোপা জিতল সুইজারল্যান্ড। শনিবার তারা জার্মানিকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নিজেদের শোকেসে তুলে নতুন মৌসুমের প্রথম শিরোপা। এর পেছনে বড় ভূমিকা রজার ফেদেরারের। তার সঙ্গে জুটি বেঁধেছিলেন বেলিন্ডা বেনচিচ। পুরুষ এককের ম্যাচে ফেড এক্সপ্রেস ৬-৪ এবং ৬-২ গেমে হারান জার্মানির আলেক্সান্ডার জেরেভকে। আর তাতেই ১-০ ব্যবধানে লিড নেয় সুইজারল্যান্ড। কিন্তু উইম্বলডন চ্যাম্পিয়ন এ্যাঞ্জেলিক কারবার সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচকে ৬-৪, ৭-৬(৮/৬) গেমে পরাজিত করে সমতায় ফেরায় জার্মানিকে। এর ফলে মিশ্র দ্বৈতের ম্যাচের ওপর নির্ভর করে শিরোপার ভাগ্য। আর মিশ্র দ্বৈতে ফেদেরার-বেনচিচ ৪-০, ১-৪ এবং ৪-৩ (৫-৪) গেমে পরাজিত করেন জেরেভ-কারবারকে। সেই সঙ্গে টানা দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরে সুইজারল্যান্ড। হপম্যান কাপে সুইজারল্যান্ডের এটা মোট চতুর্থ শিরোপা। তাদের ওপরে এখন শুধুই মার্কিন যুক্তরাষ্ট্র। এই টুর্নামেন্টের রেকর্ড ষষ্ঠ শিরোপা জয়ের স্বাদ পায় আমেরিকান টেনিস খেলোয়াড়রা। তাদের পরেই এখন সুইজারল্যান্ডের অবস্থান। তবে রজার ফেদেরার ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ তৃতীয়বারের মতো হপম্যান কাপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।
×