ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিডনি ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের মাধ্যমে নতুন মৌসুমে প্রথম কোর্টে নামছেন রোমানিয়ান তারকা

মিশন শুরু সিমোনা হ্যালেপের

প্রকাশিত: ০৭:১০, ৭ জানুয়ারি ২০১৯

  মিশন শুরু সিমোনা হ্যালেপের

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমের সেপ্টেম্বরে চায়না ওপেনে সর্বশেষ অংশ নিয়েছিলেন সিমোনা হ্যালেপ। এর পরের তিন মাস আর কোর্টে নামেননি বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা। আবার কখন কোর্টে ফিরবেন এই রোমানিয়ান? তা নিয়েও সংশয় ছিল ভক্ত-অনুরাগীদের। অবশেষে সব শঙ্কা দূরে ঠেলে কোর্টে ফেরার ঘোষণা দিলেন ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন। সিডনি ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্ট দিয়েই ২০১৯ সাল শুরু করবেন হ্যালেপ। দীর্ঘ সময় কোর্টের বাইরে থাকার পর কেমন হবে হ্যালেপের ফেরা? পারবেন কী নিজেকে মেলে ধরতে? এমন প্রশ্নের উত্তর যারা খুঁজছেন তাদের উদ্দেশে হ্যালেপ জানালেন, তিনি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। অসুস্থ থাকার সময় নিজেকে কোর্টে ফেরানোর জন্য সবধরনের চেষ্টাই করেছেন। এ প্রসঙ্গে হ্যালেপ বলেন, ‘প্রায় ছয় সপ্তাহ বিশ্রামে ছিলাম আমি। এই সময়টাতে কোন ধরনের কঠিন কাজ করিনি। তবে নিয়মিতই অনুশীলন করেছি। ফেরার জন্য অনুশীলনের এই সময়টাতে কোন ধরনের ব্যথা অনুভব করিনি। যে কারণেই এখন সবকিছু ঠিক আছে। আমিও অনেক বেশি আত্মবিশ্বাসী।’ তবে পিঠের ঠিক নিচে ইনজুরি হওয়ায় স্বাভাবিকভাবেই বিষয়টা ভয়ঙ্কর ছিল হ্যালেপের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা খুবই উদ্বেগজনক ছিল। কেননা ইনজুরিটা ঠিক পিঠের নিচে। এ জন্য এমন চোঁট সবসময়ই খুব বিপজ্জনক। কিন্তু আমি বাড়িতেই এর চিকিৎসা নিয়েছি।’ গত কয়েক বছর ধরেই টেনিস কোর্টের আলোচিত নাম সিমোনা হ্যালেপ। এই সময়টাতে দুর্দান্ত সময় পার করেন টেনিস কোর্টে। তবে গত বছরেই প্রথম মেজর শিরোপা জয়ের স্বাদ পান তিনি। ফ্রেঞ্চ ওপেন জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জয়ের স্বপ্ন পূরণ হয় রোমানিয়ান এই টেনিস তারকার। আমেরিকান টেনিসের আরেক প্রতিভাবান খেলোয়াড় স্লোয়ানে স্টিফেন্সকে পরাজিত করে ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপা উঁচিয়ে ধরেন সিমোনা হ্যালেপ। তার আগে বছরের শুরুতেও আলো ছড়িয়েছিলেন তিনি। দুর্দান্ত খেলে জায়গা করে নিয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও। কিন্তু দুর্ভাগ্য তার। সেবার ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকির কাছে হেরে স্বপ্নভঙ্গের বেদনায় ডুবেন তিনি। তবে ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল জিতেই প্রমাণ করেন হার মানতে নারাজ হ্যালেপ। তবে বছরের পরের সময়টাতে অবশ্য নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকেই যে বিদায় নেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড়। তবে অতীতের সেই ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে এসে নতুন মৌসুমে জ্বলে উঠতে চান সিমোনা হ্যালেপ। যদিওবা শুরুতেই অগ্নিপরীক্ষার সম্মুখীন হচ্ছেন তিনি। সিডনি ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডেই যে তার প্রতিপক্ষ ফ্রেঞ্চ ওপেনের সাবেক চ্যাম্পিয়ন জেলেনা ওস্টাপেঙ্কো অথবা অস্ট্রেলিয়ার এ্যাশলে বার্টি। কোয়ার্টার ফাইনালেও তার সামনে থাকতে পারেন কঠিন প্রতিপক্ষ। সবকিছু সঠিকভাবে এগোলে শেষ আটে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভার মুখোমুখি হতে হবে সিমোনা হ্যালেপকে। গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে টেনিসের নতুন মৌসুম। এই সময়ের মধ্যে শীর্ষ দশে থাকা টেনিস খেলোয়াড়দের মধ্যে সিমোনা হ্যালেপই প্রথম যিনি এখনও কোর্টে নামেননি। সিডনিতে শীর্ষ আট বাছাইয়ের দ্বিতীয় বাছাই হিসেবে খেলতে নামবেন জার্মানির এ্যাঞ্জেলিক কারবার। তিনিও খেলেছেন হপম্যান কাপে। কিন্তু দুর্ভাগ্য তার। এককের ম্যাচে জয় পেলেও দ্বৈতে হেরে যান তিনি। তাদের হারিয়ে হপম্যান কাপের শিরোপা জিতে রজার ফেদেরার এবং বেলিন্ডা বেনচিচের সুইজারল্যান্ড। এছাড়া তৃতীয় থেকে অষ্টম বাছাই হিসেবে সিডনির মিশন শুরু করবেন যথাক্রমে আমেরিকার স্লোয়ানে স্টিফেন্স, চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা, ক্যারোলিনা পিসকোভা, কিকি বার্টেন্স, দারিয়া কাসাতকিনা এবং এ্যানাস্তাসিজা সেভাস্তোভা।
×