ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেপটাউনেও উড়ে গেল পাকিস্তান

প্রকাশিত: ০৭:০৯, ৭ জানুয়ারি ২০১৯

কেপটাউনেও উড়ে গেল পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ কেপটাউন টেস্টে পাকিস্তানকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। রবিবার চতুর্থদিনে প্রয়োজনীয় ৪১ রান স্বাগতিকরা তুলে নেয় ১ উইকেট হারিয়ে। খেলতে হয় মাত্র ৯ ওভার ৫ বল। প্রথম ইনিংসে প্রোটিয়াদের সংগ্রহ ছিল ৪৩১। পাকিস্তান অলআউট ১৭৭ ও ২৯৪ রানে। ১০৩ রানের দায়িত্বশীল সেঞ্চুরির জন্য ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস। এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০তে সিরিজ নিশ্চিত করল স্বাগতিকরা। অন্যদিকে নিজেদের টেস্ট ইতিহাসে কখনই দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিততে না পারার গ্লানি আরও দীর্ঘ হলো ‘আনপ্রেডিক্টেবল’ পাকিদের। দুটি ম্যাচে বলতে গেলে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি সরফরাজ আহমেদের দল। সেঞ্চুরিয়নে তারা হেরেছিল ৬ উইকেটে। জোহানেসবার্গে শুক্রবার শুরু আনুষ্ঠানিকতার তৃতীয় ও শেষ টেস্ট। বাবর আজম, আসাদ শফিক ও শান মাসুদের ব্যাটিং দৃঢ়তায় দু’দিন আগেই ইনিংস ব্যবধানে হার এড়াতে পেরেছিল পাকিস্তান। কেপটাউনে সফরকারীদের প্রতিরোধ বলতে ওইটুকুই। তৃতীয়দিনে দ্বিতীয় ইনিংসে ২৯৪ রানে অলআউট হওয়ায় জয়ের জন্য মাত্র ৪১ রানের লক্ষ্য পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেটি তাড়া করে জয় তুলে নিতে প্রোটিয়াদের লাগল ৫৯টি বল। টেস্ট ম্যাচের মেজাজ বিচারে শুধু বল নয় সময়ের সঙ্গেও পাল্লা দিয়েছে প্রোটিয়ারা। ৪৫ মিনিটেই ৯ উইকেটের বড় জয় নিশ্চিত করেছে দ. আফ্রিকা। মজার বিষয়, এই লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং করেছেন প্রোটিয়াদের চার ব্যাটসম্যান। ওপেনার থিউনিস ডি ব্রুইন দলীয় ৪ রানে মোহাম্মদ আব্বাসের শিকার হলে উইকেটে আসেন হাশিম আমলা। ডিন এলগার ও আমলার ব্যাটেই জয় তুলে নেয়ার কথা ছিল প্রোটিয়াদের। কিন্তু মোহাম্মদ আমিরের একটি ডেলিভারি আমলার কনুইয়ে লাগলে রিটায়ার্ড হার্ট হতে বাধ্য হন তিনি। এরপর অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস আর এলগার (২৪*) মিলে সেরেছেন জয়ের আনুষ্ঠানিকতা। সেই ১৯৯৪ থেকে এ পর্যন্ত কখনই দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্ট সিরিজ জিততে পারেনি পাকিস্তান। সর্বোপরি মুখোমুখি ২৫ টেস্টে জয় মাত্র ৪টিতে। হার ১৪ আর ড্র ৭ ম্যাচে। ২০১৩ সালে আগের সফরে গ্রায়েম স্মিথদের কাছে ৩-০তে হোয়াইটওয়াশ’ হয়েছিল মিসবাহ উল হকের পাকিস্তান। এবার সরফরাজদের ৩-০তে হারাতে পারলে ইংল্যান্ডকে সরিয়ে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠে আসবে ডুপ্লেসিসের দল। স্কোর ॥ পাকিস্তান প্রথম ইনিংস- ১৭৭/১০ (৫১.১ ওভার; ইমাম ৮, ফখর ১, মাসুদ ৪৪, আজহার ২, শফিক ২০, বাবর ২, সরফরাজ ৫৬, আমির ২২*, ইয়াসির ৫, আব্বাস ০, আফ্রিদি ৩; স্টেইন ৩/৪৮, ফিল্যান্ডার ১/৩৬, রাবাদা ২/৩৫, অলিভিয়ের ৪/৪৮) ও দ্বিতীয় ইনিংস- ২৯৪/১০ (৭০.৪ ওভার; ইমাম ৬, মাসুদ ৬১, আজহার ৬, শফিক ৮৮, বাবর ৭২, ফখর ৭, সরফরাজ ৬, আমির ০, ইয়াসির ৫, আব্বাস ১০*, শাহিন শাহ ১৪; ফিল্যান্ডার ১/৫১, স্টেইন ৪/৮৫, অলিভিয়ের ১/৮৪, রাবাদা ৪/৬১)। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস- ৪৩১/১০ (১২৪.১ ওভার; মার্করাম ৭৮, এলগার ২০, আমলা ২৪, ডি ব্রুইয়ান ১৩, ডুপ্লেসিস ১০৩, বাভুমা ৭৫, ডি কক ৫৯, ফিল্যান্ডার ১৬, রাবাদা ১১, স্টেইন ১৩, অলিভিয়ের ১০*; আমির ৪/৮৮, আব্বাস ১/১০০, শাহিন শাহ ৪/১২৩, ইয়াসির ০/৭৯, মাসুদ ১/১৯, শফিক ০/১৬) ও দ্বিতীয় ইনিংস- ৪৩/১, লক্ষ্য ৪১ (ওভারে ৯.৫ ওভার; এলগার ২৪*, ডি ব্রুইন ৪, আমলা আহত অবসর ২*, ডুপ্লেসিস ৩*; আমির ০/১৭, আব্বাস ১/১৪, আজহার ০/৮)। ফল ॥ দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ ফ্যাফ ডুপ্লেসিস (দক্ষিণ আফ্রিকা)। সিরিজ ॥ তিন টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে এগিয়ে।
×