ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উৎসবের অপেক্ষায় ভারত

প্রকাশিত: ০৭:০৯, ৭ জানুয়ারি ২০১৯

  উৎসবের অপেক্ষায় ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের অপেক্ষায় ভারত। সিডনিতে চলমান চার ম্যাচ সিরিজের শেষ টেস্টে ৭ উইকেটে ৬২২ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করে বিরাট কোহলির দল। জবাবে কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজার স্পিন বিষে নীল স্বাগতিকরা অলআউট হয় ৩০০ রানে। ১৯৮৮ সালের পর এই প্রথম ঘরের মাটিতে ফলোঅনে পড়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। বৃষ্টিবিঘিœত চতুর্থদিনে কোন উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ ৬ রান। আজ সারাদিনের পুরোটা খেলা হলে টিম পেইনদের পক্ষে হার ঠেকিয়ে ড্র করাটাও কঠিন হয়ে পড়বে। সুতরাং ঐতিহাসিক সিরিজ জয়ের উৎসবের অপেক্ষায় সুপার কোহলি এ্যান্ড কোং। প্রথম ও তৃতীয় টেস্টে যথাক্রমে ৩১ ও ১৩১ রানের জয় পেয়েছিল ভারত। তৃতীয়দিন বাজে আবহাওয়ার করণে শেষ সেশনে ১৬.৩ ওভার খেলা হয়নি। রবিবার তাই নির্ধারিত সময়ের আগে খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টি হানা দেয়ায় প্রথম সেশনের খেলা মাঠে গড়ায়নি। বৃষ্টি থামলে মাঠে নেমে নতুন বল নিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। স্কোরবোর্ডে রান যোগ হওয়ার আগে প্রথম ওভারেই প্যাট কামিন্সকে ফিরিয়ে নতুন বল নেয়ার যৌক্তিকতা প্রমাণ করেন মোহাম্মদ শামি। শেষ উইকেটে ৪২ রানের জুটি গড়ে স্রোতের বিপরীতে যথাসাধ্য চেষ্টা করেছিলেন দুই টেলএন্ডার মিচেল স্টার্ক ও জস হ্যাজলউড। কিন্তু কুলদ্বীপ যাদব হ্যাজলউডকে ফিরিয়ে ৩০০ রানে গুটিয়ে দেন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ৯৯ রানে ৫ উইকেট নিয়েছেন তরুণ চায়নাম্যান স্পিনার কুলদীপ। অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী রিস্ট স্পিনারের (কবজি) সর্বশেষ ৫ উইকেট নেয়ার নজির ৬৪ বছর আগে। ১৯৫৫ সালে এই সিডনিতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ৫ উইকেট নিয়েছিলেন ইংলিশ স্পিনার জনি ওয়ার্ডল। সর্বোপরি সফরকারী স্পিনার হিসেবে ৬ বছর আগে রঙ্গনা হেরাথের পর অস্ট্রেলিয়ার মাটিতে ৫ উইকেট নেয়ার নজির গড়লেন ‘চায়নাম্যান’ কুলদীপ। প্রথম ইনিংসেই ৩২২ রানে এগিয়ে থাকায় অস্ট্রেলিয়াকে ফলোঅনে পাঠানোর সিদ্ধান্ত নেন কোহলি। ৩১ বছর পর এই প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্টে ফলোঅনে নামতে বাধ্য হলো অস্ট্রেলিয়া। সর্বশেষ এমনটি ঘটেছিল এই সিডনিতেই ১৯৮৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে। আর যে কোন মাঠ বিচারে ২০০৫ সালে ট্রেন্ট ব্রিজ টেস্টের পর এই প্রথম ফলোঅন করতে হলো বিধ্বস্ত কুলিন দেশটিকে। এ নিয়ে চারবার অস্ট্রেলিয়াকে ফলোঅন করালো ভারত। ১৯৭৯-৮০ মৌসুমে দুইবার দেশের মাটিতে ফলোঅন করিয়েছিল তারা। সর্বশেষ ১৯৮৬ সালে সিডনিতে স্বাগতিকদের ফলোঅন করিয়েছিল ভারত। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস- ৬২২/৭ ডিক্লেঃ (১৬৭.২ ওভার; মায়াঙ্ক ৭৭, রাহুল ৯, কোহলি ২৩, রাহানে ৯, পুজারা ১৯৩, বিহারি ৪২, পন্থ ১৫৯*, জাদেজা ৮১; স্টার্ক ১/১২৩, হ্যাজলউড ২/১০৫, কামিন্স ০/১০১, লেয়ন ৪/১৭৮, লাবুশেন ০/৭৬, হেড ০/২০, খাজা ০/৪)। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস- ৩০০ (১০৪.৫ ওভার; হ্যারিস ৭৯, খাজা ২৭, লাবুশেন ৩৮, মার্শ ৮, হেড ২০, পেইন ৫, হ্যান্ডসকম ৩৭, কামিন্স ২৫, স্টার্ক ২৯*, লেয়ন ০, হ্যাজলউড ২১; শামি ২/৫৮, বুমরাহ ১/৬২, জাদেজা ২/৭৩, কুলদীপ ৫/৯৯, বিহারি ০/২) ও দ্বিতীয় ইনিংস- ৬/০ (৪ ওভারে খাজা ৪*, হ্যারিস ২*; শামি ০/৪, বুমরাহ ০/২)। * চতুর্থদিন শেষে
×