ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তামিমদের দৌড়ের ওপর রেখেছেন স্মিথ

প্রকাশিত: ০৭:০৭, ৭ জানুয়ারি ২০১৯

তামিমদের দৌড়ের ওপর রেখেছেন স্মিথ

মোঃ মামুন রশীদ ॥ মাত্র দু’দিন আগে বাংলাদেশে এসেছেন। প্রথমবারের মতো বাংলাদেশের কোন ঘরোয়া আসরে খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। নেতৃত্বগুণে পারদর্শী অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথের কাঁধে এই স্বল্প সময়েই চেপেছে অধিনায়কত্ব। দেশী ক্রিকেটারদের সঙ্গে তেমন পরিচিতিও নেই, এমনকি কুমিল্লার বাংলাদেশী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গেও বোঝাপড়া হওয়ার ব্যাপার আছে। কিন্তু অধিনায়ক এবং ক্রিকেটার হিসেবে স্মিথকে দারুণ ইতিবাচক বলে দাবি করেছেন সালাউদ্দিন। বিশেষ করে স্মিথ দলের সব ক্রিকেটারকে মাঠে অনেক বেশি সক্রিয় রাখছেন। তাই অধিক পরিশ্রম করতে হচ্ছে আইকন তামিম ইকবালকেও। সবাইকে রীতিমতো দৌড়ের ওপরই রেখেছেন স্মিথ এমনটাই জানালেন সালাউদ্দিন। আর সে কারণেই কোচ হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) এবারই প্রথম জয় দিয়ে শুরু করেছেন। স্মিথ ব্যাট হাতে ব্যর্থ হলেও নেতৃত্বের প্রথম ম্যাচে কোচকে এ উপহার দিতে পেরেছেন। বিপিএলে কুমিল্লায় ঠাঁই পাওয়ার পর থেকেই উচ্ছ্বসিত স্মিথ। কারণ নিষেধাজ্ঞার মধ্যে থাকা অবস্থায় এটিই তার প্রথম কোন বড় প্রতিযোগিতামূলক আসরে খেলা। শেষ পর্যন্ত তার কাঁধে অধিনায়কত্বের গুরুভারই বর্তেছে। মাত্র দুই মাস পর বল টেম্পারিংয়ে অভিযুক্ত হয়ে ১ বছরের যে নিষেধাজ্ঞা পেয়েছিলেন সেটি শেষ হয়ে যাবে। এ কারণে বিপিএলে দারুণ কিছু করতে উন্মুখ হয়ে আছেন স্মিথ। তবে প্রথম ম্যাচে সুবিধা করতে পারেননি, ১৭ বলে ১৬ রান করে সাজঘরে ফিরতে হয়েছে। নিজের জন্যই শুধু নয়, দলের জন্যও ভাবনা আছে স্মিথের। সে জন্যই সবাইকে সার্বিক কর্মকা-ে ব্যতিব্যস্ত রেখেছেন। তার বিষয়ে কোচ সালাউদ্দিন বলেন, ‘তামিমের খুব কষ্ট হয়েছে আজকে। ও আমাকে বলেছে, ‘স্যার ও আমাকে এতো দৌড়াচ্ছে।’ সবাইকে ও খুব ব্যস্ত রাখছে। এটা খুব ইতিবাচক। ছেলেদের কষ্ট হবে বুঝতে পারছি এখনই। যারা ভাল ফিল্ডার, বাইরে তাদের অনেক দৌড়াদৌড়ি করতে হবে। ও প্রত্যেকটা খেলোয়াড়কে অনেক বেশি ব্যতিব্যস্ত করে রাখছে। এটা খুব ভাল দিক। অনেক বেশি অভিজ্ঞ। পাশাপাশি এ টুর্নামেন্টে ভাল খেলার জন্য ও নিজেও বেশ উদগ্রীব আছে।’ কুমিল্লায় কোচ সালাউদ্দিনের সঙ্গে এই প্রথম কাজ স্মিথের। এমনকি খেলোয়াড়দের সঙ্গেও বোঝাপড়াটা হয়নি। তবে অধিনায়ক হয়েই কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলেছেন স্মিথ এবং সবাইকে দৌড়ের ওপরে রেখেছেন। এখন দ্রুত মানিয়ে ওঠার অপেক্ষা। এ বিষয়ে সালাউদ্দিন বলেন, ‘সবদিক মিলিয়ে আমাদের নিজেদের ওর সঙ্গে মানিয়ে নিতে হবে। তাকেও মানিয়ে নিতে হবে। এটা আমরা যত দ্রুত সম্ভব ও তাড়াতাড়ি করতে পারব ততে দলের জন্য ভাল হবে। দল যখন জিতে তখন এগুলো তাড়াতাড়ি হয়ে যায়। দল যখন হারে তখন এগুলো দেরি হয়। ওর সঙ্গে খেলোয়াড়দের বোঝাপড়াটা কেমন হচ্ছে সেটা বলা কঠিন। দেশী এবং বিদেশী খেলোয়াড়দের মধ্যে সমন্বয় করা কঠিন। সে খেলাটা খুব ভাল চিন্তা করে। যদি খেলা ১০ ওভারে থাকে তাহলে ও দুই ওভার পর কি হবে সেটা নিয়েও চিন্তা করে। তার এদিকটা দেখে বেশ ভাল লাগছে।’ স্মিথের সতীর্থ এবং সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নার বিপিএলের প্রথম ম্যাচেই ছিলেন প্রতিপক্ষ। ওয়ার্নার নেতৃত্ব দিচ্ছেন সিলেট সিক্সার্সের। তিনিও ১ বছরের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন। বিপিএলে নিজেদের উপস্থিতি নিয়ে তিনি বলেন, ‘এখানে আমরা উভয়েই দলকে নেতৃত্ব দিচ্ছি সেটা দারুণ ব্যাপার। আমরা ছোটদের অবশ্যই অনেক জ্ঞান দেয়ার চেষ্টা করব এবং অভিজ্ঞ লোকদের কাছ থেকে কিছু গ্রহণ করব। আমার দলের স্থানীয় খেলোয়াড়দের অভিজ্ঞতা, জ্ঞান প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার সময় কতটা ব্যবহার করতে পারব সেটাই গুরুত্বপূর্ণ।’ ম্যাচে ওয়ার্নারকে হারিয়ে দিয়েছেন স্মিথ। কিন্তু ব্যাট হাতে উভয়েই হয়েছেন ব্যর্থ। ওয়ার্নার ১৪ এবং স্মিথ ১৬ রানে সাজঘরে ফিরেছেন। প্রথম ম্যাচের অভিজ্ঞতা থেকে তারাও হয়তো কিছু শিখতে পেরেছেন।
×