ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিরোধী দলের নেতাকে ‘উপ প্রধানমন্ত্রী’র মর্যাদা দিতে নতুন আইনের প্রস্তাব দেবেন এরশাদ

প্রকাশিত: ০৬:০২, ৭ জানুয়ারি ২০১৯

 বিরোধী দলের নেতাকে ‘উপ প্রধানমন্ত্রী’র মর্যাদা দিতে নতুন আইনের প্রস্তাব দেবেন এরশাদ

বিশেষ প্রতিনিধি ॥ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েই জাতীয় সংসদে বিরোধী দলের নেতাকে ‘উপ-প্রধানমন্ত্রী’র মর্যাদা দিতে নতুন আইন প্রণয়নের প্রস্তাব আনবেন বলে জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ গ্রহণের পর জাতীয় সংসদে বিরোধী দলের নেতার কার্যালয়ে বসে সাংবাদিকদের একথা বলেন তিনি। এইচ এম এরশাদ ছাড়াও রবিবার এমপি হিসেবে শপথ নিয়েছেন ঢাকা-১১ থেকে নির্বাচিত ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি এ কে এম রহমতুল্লাহ। স্পীকারের কার্যালয়ে প্রথমে রংপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এইচ এম এরশাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। স্পীকার তাকে শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এরপর একইস্থানে শপথ নেন একেএম রহমতুল্লাহ। হুইল চেয়ারে করে সংসদ ভবনে এসে আইনপ্রণেতা হিসেবে শপথ নেন এইচ এম এরশাদ। ৮৭ বছর বয়সী এরশাদ অসুস্থতার কারণে হুইল চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে পারছিলেন না। পরে ছোট ভাই জি এম কাদেরের সাহায্য নিয়ে তাকে উঠে দাঁড়াতে দেখা যায়। শপথ শেষে স্পীকার এরশাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। দুটি শপথ অনুষ্ঠানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, ফখরুল ইমাম, রুস্তম আলী ফরাজী, পীর ফজলুর রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেন, বিরোধী দলের নেতার পদকে ‘উপ-প্রধানমন্ত্রী’ ও দলের চীফ হুইপের পদকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেয়ার জন্য নতুন আইন করতে আমরা স্পীকারের কাছে অনুরোধ জানাব। একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকার ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরোধী দল হিসেবে কার্যকর ভূমিকা রেখে সংসদকে প্রাণবন্ত করার চেষ্টা করব। গত বৃহস্পতিবার জাতীয় পার্টির ২১ জন সংসদ সদস্য শপথ নিলেও শারীরিক অসুস্থতার কারণে হুসেইন মুহম্মদ এরশাদ শপথ নিতে পারেননি। গত শুক্রবার তিনি ঘোষণা দেন, একাদশ জাতীয় সংসদে তার দল জাতীয় পার্টি প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকবে। এবার তার দলের কোন সদস্য মন্ত্রিসভায় থাকবেন না। এ কারণে রবিবার ঘোষিত মন্ত্রিসভায় জাতীয় পার্টির কোন সদস্যকে রাখা হয়নি।
×