ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গতবছর বিজিবি ৯০৪ কোটি টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে

প্রকাশিত: ০৬:০০, ৭ জানুয়ারি ২০১৯

 গতবছর বিজিবি ৯০৪ কোটি টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে

স্টাফ রিপোর্টার ॥ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গতবছর (২০১৮) ৯০৩ কোটি ৭৪ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে। চোরাচালানে জড়িত ২ হাজার ৭০৫ এবং অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়ার দায়ে ১ হাজার ৩১৬ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। রবিবার বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা এক বিজ্ঞপ্তিতে জানান, জব্দকৃত অন্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১৯৫ কেজি ৭৮৯ গ্রাম সোনা, ৯৩ হাজার ৮০০টি শাড়ি, ২৬ হাজার ৮৫টি থ্রিপিস-শার্টপিস, ১ লাখ ১৮ হাজার ৮৩৬ মিটার থান কাপড়, ৪৩ হাজার ৫৯টি তৈরি পোশাক, ২ লাখ ৩৮ হাজার ৫০২ সিএফটি কাঠ ও ৭২ হাজার ৪৭৯ কেজি চা পাতা। এ সময় উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৬৩টি পিস্তল, ৮টি ওয়ান সুটার গান, ৪টি এক নলা পিস্তল, ১টি একে-৪৭ রাইফেল, ৩টি রিভলবার, ১০টি এয়ার পিস্তল, ১১টি এয়ার গান, ৩টি পাইপ গান, ৮টি ওয়ান সুটার পিস্তল, ১টি দুই নলা বন্দুক, ৭৬টি ম্যাগাজিন, ৩৭২ রাউন্ড গুলি, ৫৬টি ককটেল, ১২টি বিভিন্ন প্রকারের বোমা, ৫০৪ কেজি সালফার, ১০টি ‘নিউজেল-৯০’ (বিস্ফোরক), ১৭টি ডেটোনেটর, ২৮ কেজি ১০০ গ্রাম গান পাউডার। এছাড়া, ১ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৫১৮ পিস ইয়াবা, ৩ লাখ ৫৯ হাজার ১৫০ বোতল ফেনসিডিল, ৭৯ হাজার ২৮৬ বোতল বিদেশী মদ, ৪ হাজার ৬০৮ লিটার বাংলা মদ, ৩৬ হাজার ৪৩৫ ক্যান বিয়ার, ১৩ হাজার ৬৮২ কেজি গাঁজা, ৩৩ কেজি ৩৫১ গ্রাম হেরোইন, ৮ লাখ ৩৪ হাজার ৬৯৫ পিস এনেগ্রা-সেনেগ্রা ট্যাবলেট, ১৯ হাজার ৪৪৮টি নেশা জাতীয় ইনজেকশন এবং ৪৭ লাখ ৩ হাজার ৮২৪ পিস অন্যান্য ট্যাবলেট।
×