ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নিরাপদ পানি নিয়ে চঞ্চল চৌধুরী যা বলেন-

প্রকাশিত: ০৫:৫৯, ৭ জানুয়ারি ২০১৯

 নিরাপদ পানি নিয়ে  চঞ্চল চৌধুরী যা বলেন-

ছোটবেলায় সবাই পড়েছি বাংলাদেশ নদীমাতৃক দেশ। সেই হিসেবে পানির অভাব আমাদের এদেশে নেই। তবে পানযোগ্য পানির হিসাব করতে গেলে সমীকরণে বেশকিছু রদবদল এসে যায়। বর্তমানে দেশের ৮৬% বাসাবাড়ির মানুষ টিউবওয়েল কিংবা সাপ্লাই পানি পান করে। তবে পিপাসা মেটাতে আমরা যা পান করছি তার সবই কিন্তু নিরাপদ পানি নয়। পানির নিরাপদ উৎসগুলোর ৪১ শতাংশই ক্ষতিকারক ই-কোলাই ব্যাকটেরিয়াযুক্ত। পাইপের মাধ্যমে বাসাবাড়িতে সরবরাহ করা পানিতে এই ব্যাকটেরিয়ার উপস্থিতি সবচেয়ে বেশি, প্রায় ৮২ শতাংশ। ফল বাড়ছে পানিবাহিত রোগের সংক্রামণ। কেন পিওরইট ॥ আপনারা অনেকেই হয়ত এখনও ফুটিয়ে কিংবা পুরনো উপায়ে পানি পরিশোধন করে থাকেন। আমিও একই কাজ করতাম। কিন্তু পানির দূষণ যেভাবে বেড়েছে, ফুটিয়ে কিংবা পুরনো পদ্ধতিতে পানি পরিশোধন প্রক্রিয়া কোনভাবেই ১০০% নিশ্চিত সুরক্ষা দিতে পারে না। তাছাড়া ফুটানো ও পুরনো উপায়ে পানিশোধন প্রক্রিয়া কোনভাবেই ১০০% নিশ্চিত সুরক্ষা দিতে পারে না। দিন দিন পানিতে যোগ হচ্ছে ই-কোলাই, মরিচা, সীসা, আয়রণ, আর্সেনিক, ভারি ধাতুর মতো নতুন নতুন সব বিষাক্ত উপাদান। নিরাপদ খাবার পানির সহজ সমাধান পিওরইট পিউরিফায়ার। -বিজ্ঞপ্তি।
×