ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে সোনার খনি ধসে ৩০ জন নিহত

প্রকাশিত: ০৫:৫৮, ৭ জানুয়ারি ২০১৯

  আফগানিস্তানে সোনার খনি ধসে ৩০ জন নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলে একটি গ্রামে নদীর তলদেশে সোনা খোঁজার সময় খনিতে ধস নেমে অন্তত ৩০ জন শ্রমিক নিহত হয়েছে। বাদাখশান প্রদেশের কোহিস্তান জেলায় রবিবার এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়, সোনার খোঁজে গ্রামবাসীরা শুকিয়ে যাওয়া একটি নদীর তলদেশে প্রায় ২২০ ফুট গভীর খাদ খনন করে। এক পর্যায়ে ওই খাদটিতে ধস নামে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন বলে জানান স্থানীয় কর্মকর্তারা। প্রাদেশিক সরকারের এক মুখপাত্র বলেন, ‘দশকের পর দশক ধরে ওই গ্রামবাসীরা নদীতে সোনা খোঁজার কাজ করছেন।
×