ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাইকোর্টের রায়

সাড়ে ৬ হাজার মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা লোপাটের তদন্তের নির্দেশ

প্রকাশিত: ০৫:৫৫, ৭ জানুয়ারি ২০১৯

  সাড়ে ৬ হাজার মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা লোপাটের তদন্তের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ সাড়ে ৬ হাজার মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার ৪ কোটি টাকা লোপাটের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের ৪২৫ মাঠ সহকারীর চাকরি পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ী করে দেয়া হাইকোর্টের রায় বহাল রেখেছে আপীল বিভাগ। এদিকে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌরসভার বরখাস্ত মেয়র হালিমুল হক মিরুকে হাইকোর্টের দেয়া জামিন বাতিল করেছে আপীল বিভাগ। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে বিচারিক আদালতকে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আদালত। রবিবার আপীল ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। বরিশালে ৬ হাজার ৪৫৬ মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার প্রায় চার কোটি টাকা লোপাটের অভিযোগ তদন্তে স্বাস্থ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। রবিবার বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আগামী চার সপ্তাহের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ৬ হাজার ৪৫৬ মুক্তিযোদ্ধাকে এক মাসের ভাতা প্রদানে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনী ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সচিব, বরিশালের জেলা প্রশাসক, তথ্য কমিশনের প্রধান তথ্য কর্মকর্তাসহ চার জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বরিশালের ৬ হাজার ৪৫৬ মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার প্রায় ৪ কোটি টাকা লোপাটের অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে গত ৩ জানুয়ারি রিট দায়ের করেন আইনজীবী অমিত দাসগুপ্ত। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন, পরে আদালত এ আদেশ দেয়। ৪২৫ মাঠ সহকারীকে পল্লী সঞ্চয় ব্যাংকে স্থানান্তরের রায় আপীলে বহাল ॥ ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের ৪২৫ মাঠ সহকারীর চাকরি পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ী করে দেয়া হাইকোর্টের রায় বহাল রেখেছে আপীল বিভাগ। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা এক আবেদনের শুনানি নিয়ে রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃতাধীন আপীল বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে পল্লী সঞ্চয় ব্যাংকের আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন এ্যাডভোকেট মোঃ আব্দুর রহমান হাওলাদার। রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মোঃ মহিবুল্লাহ তানভীর। মিরুর জামিন আপীলে স্থগিত ॥ সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌরসভার বরখাস্ত মেয়র হালিমুল হক মিরুকে হাইকোর্টের দেয়া জামিন বাতিল করেছে আপীল বিভাগ। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে বিচারিক আদালতকে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আদালত। রবিবার হাইকোর্টে জামিন বাতিল চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপীল বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে মিরুর পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট এ এম আমীন উদ্দিন ও আব্দুল হালিম। অন্যদিকে ছিলেন রুহুল কুদ্দুস কাজল ও ফখরুল ইসলাম।
×