ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের চেষ্টা, চালক রিমান্ডে

প্রকাশিত: ০৫:৫৪, ৭ জানুয়ারি ২০১৯

  চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের চেষ্টা, চালক  রিমান্ডে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরায় আসমানী পরিবহনের একটি চলন্ত বাসে তরুণীর শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার ঘটনায় বাস চালক মোঃ রাসেল ভূইয়াকে (২০) একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তবে পুলিশ এখনও পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজনকে গ্রেফতার করতে পারেনি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানান, গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা-আশুলিয়া মহাসড়কের পাইকারি কাঁচাবাজার এলাকায় সড়কে এ ঘটনা ঘটে। চালক-হেলপারের হাত থেকে নিজেকে বাঁচাতে বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়েন ওই তরুণী। এ ঘটনায় বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন ওই তরুণীর চাচা। মামলার পর পরই পুলিশ ওইদিন বিকেলেই অভিযুক্ত বাসচালক রাসেল ভূইয়াকে গ্রেফতারসহ ‘আসমানী পরিবহন’ (ঢাকা মেট্রো-ব-১১-৮৩২৮) বাসটি জব্দ করে। তবে মামলার অপর আসামি হেলপার মোঃ মিরাজসহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামি পলাতক রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পশ্চিম থানার এসআই মোঃ মাহমুদুর হাসান বলেন, ভুক্তভোগী ওই তরুণীর জবানবন্দীর ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে। এই মামলার আসামি বাস চালক রাসেলকে গ্রেফতার ও বাসটি জব্দ করা হয়েছে। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য চালককে একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গ্রেফতারকৃত রাসেলের দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানী ও আশপাশের এলাকায় তল্লাশি চলছে। পলাতক আসামিদের গ্রেফতারের জন্য তথ্যপ্রযুক্তির সহায়তাও নেয়া হচ্ছে। তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদুর হাসান জানান, বাস থেকে লাফ দেয়ায় ওই তরুণীর মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন জায়গা থেঁতলে যায়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে ওই তরুণী (২৫) রাজধানীর কুড়িল বিশ্বরোডে তার খালার বাসা থেকে টঙ্গীর উদ্দেশে আসমানী পরিবহনের একটি বাসে ওঠেন। পরে গাড়ির মধ্যে ওই তরুণী ঘুমিয়ে পড়েন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে কারও হাতের স্পর্শে তার ঘুম ভাঙলে তিনি দেখতে পান বাসের চালক-হেলপারসহ আরও কয়েকজন তাকে ঘিরে ধরেছে। পরে তার কাছ থেকে মোবাইল ফোন ও গলায় থাকা একটি স্বর্ণের চেন ছিনিয়ে নেয়া হয়। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করলে সম্ভ্রম বাঁচাতে তিনি চলন্ত বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়েন। এতে তিনি মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান।
×