ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক সাবেক মেরিন সেনাকে ফেরত দেবে না রাশিয়া

প্রকাশিত: ০৫:৪২, ৭ জানুয়ারি ২০১৯

 গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক সাবেক মেরিন সেনাকে ফেরত দেবে না রাশিয়া

রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক সাবেক মার্কিন মেরিন সেনাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে মস্কো। ৪৮ বছর বয়সী মার্কিন নাগরিক পল হোয়েলানের আইনজীবীর পক্ষ থেকে বন্দী বিনিময় চুক্তির আওতায় তাকে হস্তান্তরের সম্ভাবনার কথা বলা হয়েছিল। খবর ওয়েবসাইট। ওই আইনজীবী এক সাক্ষাতকারে বলেছিলেন, এ ধরনের ঘটনায় আমেরিকায় আটক কোন রুশ বন্দীর সঙ্গে মস্কোয় আটক মার্কিন বন্দীকে বিনিময় করা একটি স্বাভাবিক বিষয় এবং এক্ষেত্রেও হয়ত তার ব্যত্যয় ঘটবে না। গত ২৮ ডিসেম্বর রাশিয়া সফরে গিয়ে মস্কোয় গ্রেফতার হন পল হোয়েলান। তার পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে আনীত গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করে দাবি করা হয়েছে, হোয়েলান তার বন্ধুদের সঙ্গে দেখা করতে এবং একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রাশিয়া সফরে গেছেন।
×