ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিংহাসন ছাড়লেন মালয়েশিয়ার রাজা

প্রকাশিত: ০৫:৪১, ৭ জানুয়ারি ২০১৯

সিংহাসন  ছাড়লেন মালয়েশিয়ার রাজা

জনকণ্ঠ ডেস্ক ॥ দায়িত্ব গ্রহণের দুই বছরের মাথায় পদত্যাগ করেছেন মালয়েশিয়ার ১৫তম রাজা সুলতান মোহাম্মদ পঞ্চম। রবিবার রাজপ্রাসাদের এক মুখপাত্র তার পদত্যাগের খবর নিশ্চিত করে জানিয়েছেন, সংবিধানের ৩২ (৩) ধারা অনুযায়ী দেশের সর্বোচ্চ শাসকের পদ থেকে অব্যাহতি নিয়েছেন তিনি। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস চলতি সপ্তাহে মালয়েশিয়ার রাজার মনোনয়ন প্রদানকারী নয় সদস্যের শাসক পরিষদের সঙ্গে এক বৈঠকের পর সুলতান মোহাম্মদ পঞ্চমের পদত্যাগের গুঞ্জন শুরু হয়। খবর দ্য স্ট্রেইট টাইমস। মালয়েশিয়ার নয়টি মালয় প্রদেশের শাসকরা তাদের মধ্য থেকে একজনকে পাঁচ বছরের জন্য অগোন বা রাজা হিসেবে নির্বাচন করে থাকেন। সাধারণত পর্যায়ক্রমে সব প্রদেশের শাসকরা রাজা হওয়ার সুযোগ পান। ২০১৬ সালের ডিসেম্বরে রাজার দায়িত্ব পান উত্তর-পূর্বাঞ্চলীয় কেলানতান প্রদেশের শাসক সুলতান মোহাম্মদ। তার পদত্যাগ প্রসঙ্গে রাজপরিবারের দেয়া বিবৃতিতে বলা হয়, কেলানতান প্রাদেশিক সরকারের অংশ হতে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মহামান্য রাজা। বিবৃতিতে বলা হয়, বিশেষ করে কেলানতানের জনগণের সুরক্ষা এবং সেখানকার মানুষের উন্নয়ন ঘটাতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত বছর দুই মাসের চিকিৎসা ছুটি নেন সুলতান মোহাম্মদ পঞ্চম। ২ নবেম্বর শুরু হয় ছুটি। তার পরই সংবাদমাধ্যমে প্রকাশ পায় ছুটির মধ্যেই রাশিয়ার বিউটি কুইন ওকসানা ভোয়েভোদিনাকে মস্কোতে বিয়ে করেছেন ৪৯ বছর বয়সী রাজা।
×