ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুবর্ণচরে গণধর্ষণ মামলায় গ্রেফতার ৭ আসামি পাঁচদিন করে রিমান্ডে

প্রকাশিত: ০৫:৩২, ৭ জানুয়ারি ২০১৯

 সুবর্ণচরে গণধর্ষণ  মামলায় গ্রেফতার  ৭ আসামি  পাঁচদিন করে রিমান্ডে

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৬ জানুয়ারি ॥ নোয়াখালী সুবর্ণচরের চবরজুবলীতে স্বামী সন্তানদের হাত-পা বেঁধে এক নারীকে গণধষর্ণের ঘটনায় সাত আসামির পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার দুপুরে নোয়াখালী ২নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহ তাদের রিমান্ড মঞ্জুর করেন। চরজব্বার থানার ওসি তদন্ত ইব্রাহিম খলিল আসামিদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে জানান, তারা সাত আসামি সাতদিন করে রিমান্ড চেয়েছিলেন কিন্তু আদালত রিমান্ড শুনানির পর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তিনি আদালতের অর্ডার দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার কথা জানান। রিমান্ড পাওয়া আসামিরা হলো রুহল আমিন, সোহেল, বাদশা আলম, জসিম, বেচু মিয়া, স্বপন ও হাসান আলী বুলু। এদিকে শনিবার রাতে ফেনীর সুলতানপুর এলাকার থেকে এজাহারভুক্ত ৯নং আসামি ছালাউদ্দিনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট আটজনকে গ্রেফতার করা হলো।
×