ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় আওয়ামী লীগের দু’পক্ষে সংঘর্ষ ॥ হত ১

প্রকাশিত: ০৫:৩১, ৭ জানুয়ারি ২০১৯

 কুষ্টিয়ায় আওয়ামী  লীগের দু’পক্ষে  সংঘর্ষ ॥ হত ১

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৬ জানুয়ারি ॥ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ দুই পক্ষের মধ্যে এক সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত মঈনুদ্দিন বিশ্বাস (৫৭)। আওয়ামী লীগ কর্মী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল সাড়ে আটটার দিকে আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে একদল কর্মী-সমর্থক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলী হায়দার স্বপনের বাড়িতে হামলা চালায়। এ সময় চেয়ারম্যান স্বপনের সমর্থক মঈনুদ্দিন ও তার লোকজন প্রতিরোধ করলে তারা মঈনুদ্দিন বিশ্বাসকে কুপিয়ে গুরুতর জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মঈনুদ্দিন বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় অন্তত ৫ জন আহত হয়। পুলিশ জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান আলী হায়দার স্বপন ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার মধ্যে বিরোধ চলে আসল। তার জের ধরেই এই হামলার ঘঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় উত্তেজনা নিরসনে সেখানে অক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত মঈমুদ্দিন বিশ্বাস আব্দালপুর গ্রামের মৃত জাদ আলী বিশ্বাসের ছেলে এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা জুয়েল রানা হালিমের পিতা। উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান আলী হায়দার গত ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।
×