ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কূটনীতিকদের কাছে ভোটে অনিয়মের তথ্য-উপাত্ত তুলে ধরল ঐক্যফ্রন্ট

প্রকাশিত: ০৫:৩১, ৭ জানুয়ারি ২০১৯

 কূটনীতিকদের কাছে  ভোটে অনিয়মের  তথ্য-উপাত্ত তুলে  ধরল ঐক্যফ্রন্ট

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। রবিবার বিকেলে গুলশানে হোটেল আমারিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কূটনীতিকদের কাছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন অনিয়ম-কারচুপির তথ্য-উপাত্ত তুলে ধরা হয়। এ জন্য তাদের সামনে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। জানা যায়, সারা দেশে ভোটের অনিয়মের তথ্য-প্রমাণ সংগ্রহ করতে এর আগে দলের পক্ষ থেকে প্রার্থীদের নির্দেশনা দেয়া হয়। এগুলো সমন্বয় করে একটি ডকুমেন্টারি তৈরি করে কূটনীতিকদের অবহিত করা হয়। যেসব অনিয়ম তুলে ধরা হয়েছে এর মধ্যে রয়েছে প্রশাসনের সহায়তায় ভোট জালিয়াতি, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের জাল ভোট দেয়া, বিরোধী দলের এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে না দেয়াসহ ভোটের পর সারাদেশে সহিংসতার চিত্র। এ ছাড়া নোয়াখালীর সুবর্ণচরে ভোটপরবর্তী চার সন্তানের জননীর ধর্ষণের ঘটনাও এ বৈঠকে কূটনীতিকদের কাছে তুলে ধরা হয় বলে জানা গেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রণের পর কূটনীতিকদের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বৈঠকে নির্বাচন সম্পর্কে নিজেদের মূল্যায়ন, অভিজ্ঞতা এবং অভিযোগের খুটিনাটি তুলে ধরা হয়েছে। তবে এর আগে সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের বাসায় গিয়ে তার সঙ্গে বৈঠক করে নির্বাচনে অনিয়মের চিত্র তুলে ধরেছিলেন বিএনপির পক্ষ থেকে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আর কোন ঝামেলায় যেতে চাই না। যা হবার হয়ে গেছে। এখন একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হোক। সরকারকে চাপ দিয়ে নয়, যুক্তি দিয়ে বোঝাক কূটনীতিকরা। ড. কামাল হোসেন বলেন, বৈঠকে যারা এসেছিল তারা বন্ধুরাষ্ট্রের। তারা আমাদের বন্ধু, জনগণের বন্ধু এবং সরকারেরও বন্ধু। আমরা নির্বাচনের অনিয়মের বিষয়গুলো তাদের কাছে তুলে ধরেছি। তারা এ নিয়ে কোন বিতর্ক করেনি। আমরা যা দেখেছি, তারাও তাই দেখেছে। তারা আমাদের কথা শুনেছেন এবং বলেছেন গণতন্ত্রের চর্চা অব্যাহত থাক, তারাও সেটা চান। তারাও চান এদেশের মানুষ স্বস্তিতে, শান্তিতে থাক। জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন এ জোটের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরউল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, মহিলা দলের সভাপতি ও ঢাকা-৯ আসনে ধানের শীষের প্রার্থী আফরোজা আব্বাস, গোলাম মাওলা রনি, রুমানা মোরশেদ কনকচাপা, বিএনপি নেতা ড. আসাদুজ্জামান রিপন, তাবিথ আউয়ালু প্রমুখ। বৈঠকে বিদেশী কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার। এ ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, যুক্তরাজ্যের হাইকমিশনার, ফ্রান্সের রাষ্ট্রদূত, নরওয়ের রাষ্ট্রদূত, সুইডেনের রাষ্ট্রদূত, স্পেনের রাষ্ট্রদূত, ডেনমার্কের রাষ্ট্রদূত, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত, পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার এবং কানাডা, জার্মানি, তুরস্ক ও মরক্কোর উপরাষ্ট্রদূত, রাশিয়া, জাপান ও অস্ট্রেলিয়ার পলিটিক্যাল ডেস্কের ফার্স্ট সেক্রেটারি ও জাতিসংঘের একজন প্রতিনিধি।
×